‘ট্রেন টু বুসান’-এর রিমেক নিয়ে খেপেছেন ভক্তরা

দক্ষিণ কোরিয়ান জম্বি–হরর ছবি ‘ট্রেন টু বুসান’ বক্স অফিসে আলোড়ন তুলেছিল।
সংগৃহীত

দক্ষিণ কোরিয়ান জম্বি–হরর ছবি ‘ট্রেন টু বুসান’ বক্স অফিসে আলোড়ন তুলেছিল। জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছিল ছবিটি। অনেক আগেই ঘোষণা হয়, ছবিটি ইংরেজি ভাষায় রিমেক করা হচ্ছে। সম্প্রতি রিমেক ছবির নাম ঘোষণা করা হয়েছে। তাতেই চটেছেন ভক্তরা। তাঁদের মতে, এত ভালো ছবির আর রিমেকের প্রয়োজন নেই।

ছবির নাম দেওয়া হয়েছে ‘লাস্ট ট্রেন টু নিউইয়র্ক’। ছবিটি পরিচালনা করবেন ইন্দোনেশিয়ান নির্মাতা টিমো জাজান্টো। এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই টুইটারে রিমেকের বিরুদ্ধে লেখালেখি শুরু করেন ‘ট্রেন টু বুসান’ ছবির ভক্তরা। রিমেক ছবি আসল ছবির মতো ভালো হবে কি না, সে বিষয়ে তাঁরা সন্দিহান! তাঁরা আবেদন জানিয়েছেন, রিমেক বানানোর দরকার নেই। যাঁর দেখতে ইচ্ছে হবে, তিনি যেন আসল ছবিটিই দেখে নেন।

‘ট্রেন টু বুসান’ ছবির পোস্টার
ইনস্টাগ্রাম

একজন ভক্ত লিখেছেন, ‘“ট্রেন টু বুসান” সেরা জম্বি ছবি এবং ছবিতে সমাজকে শক্তিশালী মেসেজ দেওয়া হয়েছে। ছবিটি রিমেক না করাই হবে ভালো কাজ।’
আরেকজন টুইটারে লিখেছেন, ‘যাই হোক, যাও এবং “ট্রেন টু বুসান” দেখো। কারণ, এটা মাস্টারপিস। এটা দেখার জন্য অন্য কোনো ভাষায় রিমেক করার কোনো দরকার নেই।’

ভক্তদের দাবি, ছবিটি রিমেক না করাই হবে ভালো কাজ।
সংগৃহীত

একজন লিখেছেন, ‘কার এমন দুঃসাহস রিমেক করার? “ট্রেন টু বুসান” এমনিতেই দারুণ ছবি হয়েছে।’ কেউ লিখেছেন, ‘“ট্রেন টু বুসান”–এর মার্কিন রিমেক হতে যাচ্ছে সবচেয়ে বাজে ছবি।’
তবে অনেকে আবার রিমেক হওয়ার পক্ষে বলেছেন। একজন বলেছেন, ‘যারা “ট্রেন টু বুসান”–এর রিমেক নিয়ে পাগলামি করছ, তাদের বলছি, একবার টিমোর “দ্য নাইট কামস ফর আস” নেটফ্লিক্সে দেখো।’