চেনা দায়
মাথায় কোঁকড়া চুল। গায়ে হাফহাতা শার্ট। পরনে কালো প্যান্ট। যদি না জানা থাকে এই ছবি কোন সিনেমার সেটে তোলা কিংবা এই চেহারা কার? তবে বোঝা বড় মুশকিল, তিনি কে?
মার্কিন প্যারোডি গায়ক, রেকর্ড প্রডিউসার উইয়ার্ড আল ইয়াঙ্কোভিচের জীবনীভিত্তিক ছবি হচ্ছে। সেই ছবির সেটেই ইয়াঙ্কোভিচ হিসেবে ধরা দিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ। ‘হ্যারি পটার’খ্যাত এই অভিনেতাকে চেনাই যায় না, এমনই মেকআপ আর গেটআপ নিয়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলেসে চলতি মাসের শুরুর দিকে শুরু হয়েছে ‘উইয়ার্ড: দ্য আল ইয়াঙ্কোভিচ স্টোরি’ ছবির শুটিং। তাঁর চরিত্রে ‘হ্যারি পটার’খ্যাত তারকা অভিনয় করছেন বলে ৬২ বছর বয়সী ইয়াঙ্কোভিচ নিজেও রোমাঞ্চিত। ইয়াঙ্কোভিচ বলেন, এই চরিত্রে ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে মনে রাখবে, এতে কোনো সন্দেহ নেই।
জীবনীভিত্তিক ছবিটিতে ইয়াঙ্কোভিচের জীবনের নানা দিক উঠে আসবে। তাঁর গানের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে তাঁর জনপ্রিয়তা। উঠে আসবে তাঁর প্রেম ও বর্ণিল জীবন। ড্যানিয়েলের এই লুক দেখে উচ্ছ্বসিত ভক্তরাও। টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তিনি উইয়ার্ড আল–রূপী ড্যানিয়েল র্যাডক্লিফ।’ আরেক ভক্ত লিখেছেন, ‘তিনি দেখতে উইয়ার্ড আলের হ্যালোউইন কস্টিউম পরা ড্যানিয়েল র্যাডক্লিফ। আমার খুব ভালো লেগেছে তাঁকে।’
মূলত প্যারোডি গানের জন্য বিখ্যাত উইয়ার্ড আল ইয়াঙ্কোভিচ। তিনি মাইকেল জ্যাকসনের মতো তারকার গানও প্যারোডি করেছিলেন। সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কমেডি গানের শিল্পী হিসেবে তিনি রেকর্ড করেছেন। শুধু তা–ই নয়, তিনি পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন।