ক্রাইস্টচার্চ হামলায় হতাহতদের পাশে তারকারা
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ৫০ জন। আহত হয়েছেন অনেকে। এই ভয়াবহ হামলা বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষের মনে প্রভাব ফেলেছে। হলিউড তারকারাও আছেন এর মধ্যে। কয়েকজন তারকা এগিয়ে এসেছেন ক্রাইস্টচার্চ হামলায় হতাহতদের সাহায্যে। তাঁরা আর্থিক তহবিল গঠনের মাধ্যমে সহায়তা করছেন হামলায় আক্রান্ত ব্যক্তি ও তাঁদের পরিবারকে। তারকাদের তালিকায় আছে পপসম্রাজ্ঞী ম্যাডোনা, অভিনেতা অ্যাস্টন কুচার, কমেডিয়ান ক্রিস রক ও অ্যামি শুমারের নাম।
ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পরপরই ১৫ মার্চ হলিউডের নামজাদা ট্যালেন্ট ম্যানেজার ও প্রডিউসার গাই ওসিয়ারি ‘গো ফান্ড মি’ নামে একটি তহবিল গঠন করেন। প্রাথমিকভাবে তিনি ১ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে তহবিলটি নিউজিল্যান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেন। এই উদ্যোগকে সাধুবাদ জানান যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও সংগীতজগতের তারকারা। গাই ওসিয়ারির দীর্ঘদিনের তারকা মক্কেলেরা এই উদ্যোগে শামিল হতে থাকেন। সংগীতশিল্পী ম্যাডোনা, অভিনেতা বেন স্টিলার, অ্যাস্টন কুচার, কমেডিয়ান অ্যামি শুমার, ক্রিস রক, পরিচালক জুড অ্যাপাটো সেই তহবিলে অর্থ দান করেন।
সূত্র: এন্টারটেইনমেন্ট টুনাইট।