কথা বলতে পারছেন না ব্রুস উইলিস
অভিনয় ছাড়লেন হলিউড তারকা ব্রুস উইলিস। চিকিৎসকেরা জানিয়েছেন, ব্রুস অ্যাফাসিয়ায় আক্রান্ত। এ রোগে আক্রান্ত মানুষ কথা বলতে বা লিখতে পারে না। গত বুধবার ব্রুসের এই অবস্থার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তাঁর স্ত্রী এমা হেমিং–উইলিস ও সাবেক স্ত্রী ডেমি মুর। ‘ডাই হার্ড’ ছবিতে জন ম্যাক্লান চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছিলেন ব্রুস। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর।
এক যৌথ বিবৃতিতে তাঁর পরিবার লিখেছে, ‘অনেক ভেবেচিন্তে ব্রুস ক্যারিয়ার থেকে সরে যাচ্ছেন, যা তাঁর জন্য অত্যন্ত জরুরি ছিল। আমাদের পরিবারের জন্য সময়টা সত্যিই অনেক চ্যালেঞ্জিং এবং আপনাদের অবিরাম ভালোবাসা, সমবেদনা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’ উইলিসের পাঁচ মেয়ে। তিন জন ডেমি মুরের সংসারে। বাকি দুজন হেমিং–উইলিসের।
ব্রুস উইলিসের ক্যারিয়ার শুরু হয় ১৯৮০ সালে। তবে তাঁর পরিচিতি পেতে সময় লেগে যায় প্রায় আট বছর। ‘মুনলাইটিং’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান তিনি, পরে ১৯৮৮ সালে অভিনয় করেন ‘ডাই হার্ড’ ছবিতে। শুরুর দিকে তাঁর অভিনীত ছবি বিশ্বব্যাপী পাঁচ বিলিয়ন ডলার আয় করেছিল। অভিনয়ের জন্য পাঁচবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান তিনি, ‘মুনলাইটিং’য়ের জন্য এ পুরস্কার পেয়েও যান তিনি। এ ছাড়া দুবার এমি অ্যাওয়ার্ডও জিতেছেন ব্রুস।