ঐতিহ্য বজায় রাখল জিওটি
সময় ঘনিয়ে আসছে। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে মার্কিন চ্যানেল এইচবিওর ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’-এর (জিওটি) শেষ মৌসুম। কিন্তু প্রচার হওয়ার আগেই অনলাইনে শেষ মৌসুমের প্রথম এপিসোডের স্পয়লার বেরিয়েছে। এর মাধ্যমে ধারাবাহিকটির প্রতিটি মৌসুম অনলাইনে ফাঁস হওয়ার ঐতিহ্যটি ধরে রাখল।
ইউটিউবে দেওয়া স্পয়লারটি সরানো নিয়ে কাজ শুরু করেছে এইচবিও। তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনো। তবে এই স্পয়লারে খুশি হননি জিওটি-ভক্তরা। তাঁরা বিভিন্নভাবে টুইটার ও ইনস্টাগ্রামে এর প্রতিবাদ জানিয়েছেন। এক ভক্ত টুইটারে লিখেছেন, ‘তোমরা “গেম অব থ্রোনস”-এর অষ্টম মৌসুমের কোনো এপিসোড অনলাইনে ফাঁস কোরো না। দুই বছর যাবৎ এর জন্য অপেক্ষা করেছি।’
যদিও এই ধারাবাহিকের জন্য এটি একমাত্র ফাঁস হওয়ার ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময় ধারাবাহিকটির বিভিন্ন মৌসুমের কয়েকটি পর্ব অনলাইনে ফাঁস হয়েছে। এটি অনলাইনে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ধারাবাহিক হিসেবে রেকর্ডও করেছে। এ ছাড়া অষ্টম মৌসুমের স্ক্রিপ্ট ফাঁস হয়ে গিয়েছিল শুটিংয়ের আগেই। সপ্তম মৌসুমের অনেক ফুটেজ হ্যাকাররা হ্যাক করে বিশাল পরিমাণের অর্থ দাবি করেছিল।
‘গেম অব থ্রোনস’ ধারাবাহিকটি মার্কিন লেখক জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে তৈরি। এটি এই সময়ে বিশ্বজুড়ে জনপ্রিয় ধারাবাহিকগুলোর একটি। এই মৌসুম দিয়েই শেষ হচ্ছে ধারাবাহিকটি। ডিএনএ