অমিক্রনের কারণে বাতিল হচ্ছে পাম স্প্রিংস উৎসবের লালগালিচা
আগামী বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী আয়োজন। যুক্তরাষ্ট্রের এই উৎসবের জমকালো আয়োজনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। এর মধ্যেই ঘোষণা এল, কোভিড-১৯ ও বিশ্বব্যাপী করোনার নতুন ধরন অমিক্রনের কারণে লালগালিচার পর্বটি বাতিল করা হয়েছে। তবে সিনেমার প্রদর্শন চলবে। এ জন্য থাকবে বাড়তি সতর্কতা। গত বছর করোনার কারণে বাতিল করা হয়েছিল আয়োজনটি।
চলতি মাসে পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম সোসাইটি উৎসবের চূড়ান্ত চলচ্চিত্র তালিকা প্রকাশ করেছিল। লালগালিচায় অংশগ্রহণের জন্য চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিশ্বের আড়াই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এসব অতিথিদের মধ্যে ছিলেন ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট, পেনোলোপে ক্রুজ, জেনিফার হাডসন, জেন ক্যাম্পিয়ন, লেডি গাগাসহ বিশ্বব্যাপী নামীদামি তারকারা। গতকাল উৎসব কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা জোরেশোরেই জমকালো আয়োজনটি পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেখানে অমিক্রণের কারণে আয়োজনটি করতে পারছি না। সম্মানিত অতিথি, উৎসবের পৃষ্ঠপোষক, কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য লালগালিচা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিভিন্ন দেশ থেকে অস্কারে পাঠানো হয়েছে, এমন ৩৬টি সিনেমা লড়বে পাম স্প্রিংস উৎসবে। এ ছাড়া এই আয়োজনে কান, বার্লিন, ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া একাধিক ছবি অংশ নেবে। উৎসবে মোট ১২৯টি সিনেমা ১১টি বিভাগে লড়াই করবে। আয়োজকেরা বলেন, ‘উৎসবের বড় আকর্ষণ থাকে লালগালিচা ঘিরে। যাঁরা লালগালিচার জন্য টিকিট কিনেছেন, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। উৎসবের প্রতিটি প্রদর্শনীতে অংশ নিতে টিকা নেওয়া এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা আশা করছি আগামী বছর স্বাভাবিকভাবেই আয়োজনটি হবে।’
৩৩তম পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ৭ জানুয়ারি দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘রেহানা’। উৎসবের প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে কলাকুশলীদের। এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা ‘ডিওন ওয়ারউইক: ডোন্ট মেক মি ওভার’ এবং সমাপনী সিনেমা ‘দ্য ডিউক’। আগামী ১৬ জানুয়ারি উৎসবের ইতি টানা হবে।