অনুশোচনায় ভুগছেন ব্র্যাড পিট
শুটিং সেটের মানুষগুলোর ব্যস্ততা যেন নায়ককে ঘিরেই। সিনেমা মুক্তির পর চারদিকে নায়কের জয়জয়কার। সে রকম সাড়া জাগানো এক নায়ক ব্র্যাড পিট। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই হলিউড তারকা এখন নিঃসঙ্গ। অভিনেত্রী স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রীতিমতো পরিবার হারিয়েছেন তিনি। সন্তানদের সঙ্গে দেখা হয় কালেভাদ্রে। এসব নিয়ে এখন যেন খানিকটা অনুশোচনায় ভুগছেন এই তারকা। সম্প্রতি নিজের নতুন ছবি অ্যাড অ্যাসট্রার প্রচারণায় গিয়ে সে রকম সুর শোনা গেছে তাঁর কণ্ঠে।
বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে আসছে ব্রাড পিটের নতুন ছবি অ্যাড অ্যাসট্রা। এ ছবির প্রচারণায় গিয়ে সাংবাদিকদের সামনে ব্যক্তিগত কিছু অনুভূতির কথা ভাগাভাগি করেছেন তিনি। সে রকম এক প্রচারণায় এক সাংবাদিক তাঁর কাছে জানতে চান, বড় পর্দায় দেখাতে হলে ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কোন ঘটনাটিকে তিনি দেখাতে চাইবেন? তাঁদের আলোচিত বিচ্ছেদ, ছয় সন্তানকে নিয়ে স্ত্রীর সঙ্গে আইনি লড়াই, নাকি হঠাৎ করে সংযত হয়ে ওঠা? পিট বলেছেন, ‘চিত্রনাট্যে যেটা থাকবে, আমি সেটাই দেখাব। সত্যি বলতে, একটা বিচ্ছেদ মানুষের চোখ খুলে দেয়। যদিও আমার জীবনে যেটা ঘটেছে, সেখানে আমার দোষটা কোথায়, আমি কীই-বা করতে পারতাম এটাও মানুষকে বুঝতে হবে। কে সাধ করে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চায়?’
২০১৬ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ হয় তারকাদম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের। একটি নিজস্ব ও ছয়টি দত্তক সন্তান তাঁদের। বিচ্ছেদের পর তাদের নিয়েও লড়তে হয়েছে পিটকে। এমনকি সন্তানের ওপর নির্যাতনের অভিযোগও উঠেছিল বাবার বিরুদ্ধে। যদিও পরে সেই অভিযোগ খারিজ হয়ে যায়।
বয়স বাড়ছে পিটের। এ বছরের শেষে ৫৫ শেষ হবে তাঁর। এ নিয়েও যেন খানিকটা চিন্তিত তিনি। ভবিষ্যতের দিনগুলো কীভাবে কাটাবেন তিনি, এ নিয়েও খানিকটা দুশ্চিন্তা রয়েছে তাঁর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মানুষেরই বেদনা থাকে, একাকিত্বের যন্ত্রণা থাকে আর থাকে অনুশোচনা। আমার এক বন্ধু একটি অনাথ আশ্রমে কাজ করে। সে বলত, মানুষ কেবল একটা জিনিস নিয়েই কথা বলতে পছন্দ করে, সেটা হচ্ছে প্রেম। তারপর প্রেম নিয়ে করে অনুশোচনা। সেটাই যদি হয়, তাহলে আমাদের তো মন দিয়ে প্রেমটাই করা উচিত।’
চলচ্চিত্রের বাজারে ব্র্যাড পিট এখনো কাঙ্ক্ষিত হিরো। কিন্তু অভিনয় করা কমিয়ে দিয়েছেন তিনি। তরুণ বয়সে যতটা করতেন, সেই তুলনায় এখনকার কাজ বেশ কমেছে তাঁর। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় ডেভিড বোয়ির মতো মাফ চাইতে হবে।’ ইয়াহু