যে কারণে অস্কারে নেই লেডি গাগা

লেডি গাগা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামী সোমবার ভোরে বসবে অস্কারের ৯৫তম আসর। আলোঝলমলে অস্কারের মঞ্চে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার। কিন্তু নতুন খবর, এবারের আসরে তিনি পারফর্ম করছেন না। খবর দ্য হলিউড রিপোর্টারের।

চলতি বছর অস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনীত হয়েছে ‘টপ গান: মাভেরিক’ সিনেমার লেডি গাগার গাওয়া গান ‘হোল্ড মাই হ্যান্ড’। অস্কারের আসরে এ গানটিই পারফর্ম করার কথা ছিল গায়িকা-অভিনেত্রীর।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে অস্কারের প্রযোজক গ্লেন ওয়েইস বলেন, ‘৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের জন্য মনোনীত পাঁচটি গানের শিল্পীদের পারফর্ম করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। লেডি গাগার সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। কিন্তু তিনি এখন একটি সিনেমার শুটিংয়ে আছেন। যে কারণে সব সময় তিনি যেভাবে পারফর্ম করেন, সেভাবে পারফর্ম করার প্রস্তুতি নিতে পারবেন না। তাই তিনি এই শোতে পারফর্ম করতে যাচ্ছেন না।’

আরও পড়ুন

২০১৯ সালে বিশ্ব চলচ্চিত্রে তোলপাড় করা সিনেমার নাম ‘জোকার’। হোয়াকিন ফিনিক্সের সঙ্গে ‘জোকার’ সিনেমার সিকুয়েলে এ অভিনয় করছেন লেডি গাগা। এখন এই সিনেমারই শুটিংয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। সিনেমাটি ২০২৪ সালের ৯ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।

লেডি গাগা
ছবি: এএফপি

অস্কারের মঞ্চে প্রতিবারই পারফর্ম করা হয় মনোনীত গানগুলো। লেডি গাগা ছাড়াও সেরা মৌলিক গানের জন্য মনোনীত অন্য সবাই অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন।
লেডি গাগা সর্বশেষ ২০১৯ সালের অস্কারে পারফর্ম করেছিলেন। ওই আসরে তাঁর গান ‘আ স্টার ইজ বর্ন’ সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছিল। কেবল গানেই নয়, একই আসরে গাগা সেরা অভিনেত্রী হিসেবেও মনোনীত হয়েছিলেন। তবে গানের ক্ষেত্রে পুরস্কার জিতলেও অভিনয়ের ক্ষেত্রে মনোনয়ন বাগাতে পারেননি। এ ছাড়া ২০১৬ সালেও অস্কারের মঞ্চে পারফর্ম করেছিলেন গাগা।

আরও পড়ুন