শুক্রবারে লিখলেন ‘এত ভালোবাসা কখনোই পাইনি’, শনিবারে মারা গেছেন এই অভিনেতা

রিচার্ড সিমন্স। ছবি: ফেসবুক

দুই দিন আগেই ছিল তাঁর জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসায় সিক্ত ছিলেন। এবার যেন ভালোবাসা প্রকাশ বেশি ছিল। নিজেও ভক্তদের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে লিখেছিলেন, ‘আমি আগে কখনো ভক্তদের কাছ থেকে এত এত ভালোবাসা পাইনি।’ সেই ভালোবাসার ছোঁয়া হৃদয়ে থাকতে থাকতেই ভক্তরা শুনলেন প্রিয় অভিনেতার মৃত্যুসংবাদ। বলছি রিচার্ড সিমন্সের কথা। তিনি ‘ফিটনেস গুরু’ হিসেবে পরিচিত। জন্মদিনের পরদিনই তিনি মারা গেছেন।

রিচার্ড সিমন্স। ছবি: ফেসবুক

৭৬ বছর বয়সেও তিনি ছিলেন চঞ্চল। কোঁকড়া চুলের আলাদা স্টাইলের লুকে তিনি ছিলেন ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত। এই টেলিভিশন ব্যক্তিত্ব গতকাল শনিবার তাঁর লস অ্যাঞ্জেলসের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রতিনিধি টম এস্তে ভ্যারাইটিকে মৃত্যুর তথ্য জানিয়েছেন। তবে কেন মারা গিয়েছেন, সেটা জানা যায়নি। শুধু জানা যায়, তিনি দীর্ঘদিন ধরেই অ্যাজমা সমস্যায় ভুগছিলেন।

রিচার্ড সিমন্স। ছবি: ফেসবুক

গত শুক্রবার রিচার্ড তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘ধন্যবাদ তোমাদের‍। আমার জীবনে কোনো জন্মদিনেই এত ভালোবাসা পাইনি। আজ শুক্রবারে আমি আপনাদের উদ্দেশে ই-মেইল লিখছি। দিনটি আপনাদের অবসরে ভালো কাটুক।’
দীর্ঘ ক্যারিয়ারে ২০১৭ সালের পর থেকে রিচার্ডকে বাইরে খুবই কম দেখা যেত। ফিটনেস স্টুডিওতে তাঁর সময় কাটত। সুস্থ জীবনের দিকেই তিনি সব সময় আলাদা নজর দিতেন। জনসম্মুখে তিনি কম আসতেন। কিছুটা অসুস্থও ছিলেন। তাঁর ভাই তাঁর দেখাশোনা করতেন।

রিচার্ড সিমন্স। ছবি: ফেসবুক

রিচার্ডের জন্ম ১৯৪৮ সালে ১২ জুলাই। সত্তর দশকে ‘দ্য ক্লাউন’ পরবর্তীতে ‘ফেম’, ‘অ্যামেজিং স্টোরিজ’, ‘ডায়নোসরস’, ‘অল মাই চিলড্রেন’সহ বেশ কিছু টিভি সিরিজে অভিনয় করেন। তার আগে রেস্টুরেন্টে কাজ দিয়েই তাঁর জীবন চলা শুরু হয়। পরে তিনি অভিনয়ের পাশাপাশি শারীরিক ফিটনেসের দিকে মনোযোগ দেন। এক যুগ আগে সর্বশেষ অভিনয় করেছিলেন। তিনি ‘দ্য রিচার্ড সিমন্স শো’ দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। এ বছরই ঘোষণা করা হয়েছিল তাঁর জীবনী নিয়ে সিনেমা বানানো হবে।