টম ক্রুজের সাবেক তিন স্ত্রীই ছিলেন তাঁর চেয়ে উচ্চতায় বড়

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের আজ জন্মদিন। ‘মিশন ইম্পসিবল’ তারকার ইচ্ছা ছিল যাজক হবেন। পরে তিনি নাম লেখান অভিনয়ে। দীর্ঘ ক্যারিয়ারে গড়েছেন অনেক রেকর্ড, পেয়েছেন জনপ্রিয়তা। কিন্তু এখনো অধরাই রয়ে গেছে অস্কার। জন্মদিন উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নিতে পারেন অভিনেতাকে নিয়ে জানা-অজানা তথ্য।
১ / ৭
মাধ্যমিকে পড়ার সময় রেসলিংয়ে অংশ নেন। কিন্তু হাঁটুতে চোটের কারণে হেরে যান খেলায়। পরে তিনি সিদ্ধান্ত নেন অভিনয় করবেন। আশির দশকে শুরু করেন অভিনয়ে পথচলা।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
১৯৮৪ সালে অডিশনে যান, কিন্তু বাদ পড়েন। বাদ পড়লেও তাঁকে মনে রেখেছিলেন পরিচালক পল নিউম্যান। দুই বছর পর তাঁর ‘কালার অব মানি’ ছবিতে অভিনয়ের সুযোগ পান।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
নব্বই দশক থেকে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন। সেই সময়েই তাঁর পরিচয় হয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে। তাঁরা একসঙ্গে তিনটি সিনেমায় নাম লেখান। পরে তাঁদের বিচ্ছেদ হয়।
ছবি: রয়টার্স
৪ / ৭
দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেকবারই হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা ছিলেন।
ছবি: রয়টার্স
৫ / ৭
ক্যারিয়ার সুসময় পার করলেও ব্যক্তিগত জীবনে তিনবার বিচ্ছেদের মুখোমুখি হতে হয় এই তারকাকে। মজার ব্যাপার হচ্ছে, সাবেক তিন স্ত্রীই উচ্চতায় তাঁর চেয়ে বড় ছিলেন। নিকোল কিডম্যান ৫ ফুট ১১ ইঞ্চি, কেটি হোমস ৫ ফুট ৯ ইঞ্চি ও মিমি রোজার ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চি। সেখানে টম ক্রুজ ছিলেন ৫ ফুট ৭ ইঞ্চি।
ছবি: কোলাজ
৬ / ৭
‘মিশন ইম্পসিবল’, ‘ভ্যানিলা স্কাই’, ‘দ্য লাস্ট সামুরাই’, ‘টপ গান’ সিনেমা দিয়ে প্রশংসিত হয়েছেন টম ক্রুজ। পেয়েছেন চারবার অস্কার মনোনয়ন।
ইনস্টাগ্রাম
৭ / ৭
টম ক্রুজের জন্ম ১৯৬২ সালের ৩ জুলাই। ‘এন্ডলেস লাভ’ সিনেমার ছোট একটি চরিত্র দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়।
ইনস্টাগ্রাম