৫৭-তেও আবেদনময়ী চরিত্রে
প্রতিবছরই হলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে অনেক কথা হয়। তবে অনেকেরই হয়তো মনে নেই, আরও আট বছর আগে একটি বিশেষ ঘোষণা দিয়েছিলেন নিকোল কিডম্যান। ২০১৭ সালে দেওয়া সেই ঘোষণায় অভিনেত্রী বলেছিলেন, প্রতি দেড় বছরে একজন নারী নির্মাতার সঙ্গে কাজ করবেন। ঘোষণা অনুযায়ী, গত বছর ডাচ নির্মাতা হেলিনা রেজিনের ‘বেবিগার্ল’-এ অভিনয় করেন তিনি, যা ছিল ২০২৪ সালের সবচেয়ে প্রশংসিত সিনেমাগুলোর একটি। সম্প্রতি দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন নিকোল। এ সাক্ষাৎকারে বহুল চর্চিত এ সিনেমা ছাড়াও দীর্ঘ ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
‘বেবিগার্ল’ মূলত ইরোটিক থ্রিলার। সেই কবে স্ট্যানলি কুবরিকের সঙ্গে আইজ ওয়াইড শাট করেছেন, এরপর আর এ ধরনের সিনেমায় তাঁকে দেখা যায়নি। সেই সিনেমায় নিকোলের সহশিল্পী ছিলেন তাঁর তৎকালীন স্বামী টম ক্রুজ।
‘বেবিগার্ল’-এ নিকোলের সঙ্গে পর্দায় দেখা গেছে তরুণ ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকসনকে। ৫৭ বছর বয়সে এসে ইরোটিক থ্রিলার, তা–ও আবার তরুণ এক অভিনেতার সঙ্গে; নিকোলের সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন অনেকেই। তবে গত বছর ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর বোঝা যায়, তিনি ভুল ছিলেন না। প্রিমিয়ারের পর সিনেমা আর নিকোলের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সমালোচকেরা। পরে তো উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও জেতেন নিকোল, যদিও মায়ের আকস্মিক মৃত্যুর খবরে তিনি দেশে ফিরে গিয়েছিলেন।
সিনেমাটি নিয়ে দ্য গার্ডিয়ানকে নিকোল বলেন, ‘আমার দুই টিনএজার কন্যাসন্তান আছে, ফলে প্রস্তাব পাওয়ামাত্রই রাজি হওয়া আমার জন্য সহজ ছিল না। কিন্তু দুর্দান্ত চিত্রনাট্যের কারণে প্রস্তাব ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না।’
গত কয়েক বছরে বিগ লিটল লাইজ, দ্য পারফেক্ট কাপল-এর মতো আলোচিত প্রকল্পের অংশ ছিলেন, তবে আবেদনময়ী চরিত্রে অনেক দিন দেখা যায়নি। চরিত্র্যের বৈচিত্র্য বেবিগার্ল করতে রাজি হওয়ার আরেকটি কারণ বলে জানান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান–পতন দেখেছেন নিকোল কিডম্যান। তবে কয়েক বছর ধরে যতটা ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন, আগে তেমনটা দেখা যায়নি। এর রহস্যও ফাঁস করেছেন, ‘শান্ত থাকি। আপনি যখন শান্ত হবেন, মানুষ হিসেবে ততটাই ভালো হবেন। সিদ্ধান্তগুলোও ঠিকঠাক হবে।’
‘বেবিগার্ল’ ইরোটিক থ্রিলার। তাই নিকোল কিডম্যানের সঙ্গে এ ছবি নিয়ে আলাপে আইজ ওয়াইড শাট আর স্ট্যানলি কুবরিকের প্রসঙ্গ আসবেই।
অভিনেত্রী জানান, এখনো তিনি যেকোনো সিনেমা করার ক্ষেত্রে কুবরিকের পরামর্শ মেনে চলেন। তাঁর ভাষ্যে, ‘তিনি (কুবরিক) আমাকে বলেছিলেন, যেকোনো চিত্রনাট্য পেলে ঠান্ডা মাথায় যেন পড়তে শুরু করি। সেটা যদি আমাকে আটকে রাখে, তবে যেন পুরোটা পড়ে শেষ করি। এরপর যতটা সম্ভব নোট নিই।’
গোল্ডেন গ্লোবে না পেলেও অনেকে মনে করছেন,‘বেবিগার্ল’-এর জন্য চলতি বছর অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাবেন নিকোল কিডম্যান। সেটা সত্যি হবে কি না, আর কিছুদিনের মধ্যেই তা বোঝা যাবে।