শৈশবে এই অভিনেত্রী কথা কম বলতেন,অনেকেই মনে করত, মেয়েটি বোবা

হলিউড অভিনেত্রী বারবারা হার্শে একসময়ের জনপ্রিয় নাম। পাঁচ দশকের ক্যারিয়ার। তাঁর শৈশব থেকে অভিনয়ের ইচ্ছা থাকলেও ১৭ বছর বয়সে টিভি সিরিজে নাম লেখাতে হয়। তিনি মনে করতেন, একসঙ্গে দুই কাজ সম্ভব নয়। পরে অবশ্য সিনেমায় নাম লেখালে পড়াশোনার ক্ষতি হয়। তিনি হাইস্কুলে ঝরেও পড়েছিলেন। এই অভিনেত্রী আজ জন্মদিন। জেনে নিতে পারেন তাঁর জানা-অজানা বিষয়গুলো।
১ / ৫
প্রেম–ভালোবাসা নিয়ে খুব একটা কথা বলতেন না তিনি। তবে যা বলতেন, কিছু লুকানোর চেষ্টা করতেন না। একবার এক সাক্ষাৎকার বলেছিলেন, ‘আমি প্রথম দেখায় প্রেমে পড়েছিলাম। অনেক পরে আমার প্রেমে পড়া। এটাই ভাবতাম, ফাইনালি আমি সঙ্গীকে খুঁজে পেয়েছি।’
ছবি: আইএমডিবি
২ / ৫
এই অভিনেত্রীর জন্ম ১৯৪৮ সালে। এবার ৭৭ বছরে পড়লেন। বার্ধক্য নিয়ে তাঁর মতামত, ‘আমি বার্ধক্যকে কখনোই ভয় পাই না, কিন্তু আমার বার্ধক্য নিয়ে মানুষের প্রতিক্রিয়াকে আমি অনেক বেশি ভয় পাই।’
ছবি: আইএমডিবি
৩ / ৫
তিনি সব সময় নিজের যেমন সমালোচনা করতেন, তেমনি সহশিল্পীদেরও সমালোচনা করেছেন। তাঁর মতে, ‘অভিনয়শিল্পীরা প্রায়ই ক্যারিয়ার, ব্যক্তিগত বিষয় নিয়ে একই কথা বলেন। কিন্তু আমি নিজের সম্পর্কে সেটাই পছন্দ করি, যেটা আমি। আমি বাড়তি পাবলিসিটি চাই না।’
ছবি: আইএমডিবি
৪ / ৫
বারবারাকে ‘দ্য প্রট্রেট অব আ লেডি’ সিনেমাটি অস্কারে মনোনয়ন এনে দেয়। এ ছাড়া ‘আ ওয়ার্ল্ড অ্যাপার্ট’ সিনেমাটি তাঁকে কান চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। গোল্ডেন গ্লোবসহ দীর্ঘ ক্যারিয়ারে একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
ছবি: আইএমডিবি
৫ / ৫
শৈশব থেকেই বারবারা অনেক লাজুক ছিলেন। এমনকি স্কুলে কথাও কম কম বলতেন। থাকতেন চুপচাপ। যে কারণে প্রথম দেখায় অনেকে মনে করতেন শিশুটি বোবা। কথা বলতে পারে না।
ছবি: আইএমডিবি