শৈশবে এই অভিনেত্রী কথা কম বলতেন,অনেকেই মনে করত, মেয়েটি বোবা
হলিউড অভিনেত্রী বারবারা হার্শে একসময়ের জনপ্রিয় নাম। পাঁচ দশকের ক্যারিয়ার। তাঁর শৈশব থেকে অভিনয়ের ইচ্ছা থাকলেও ১৭ বছর বয়সে টিভি সিরিজে নাম লেখাতে হয়। তিনি মনে করতেন, একসঙ্গে দুই কাজ সম্ভব নয়। পরে অবশ্য সিনেমায় নাম লেখালে পড়াশোনার ক্ষতি হয়। তিনি হাইস্কুলে ঝরেও পড়েছিলেন। এই অভিনেত্রী আজ জন্মদিন। জেনে নিতে পারেন তাঁর জানা-অজানা বিষয়গুলো।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫