প্রয়াত ‘টারজান’ অভিনেত্রী সারা
‘টারজানস গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার’, ‘দ্য কিং অ্যান্ড ফোর কুইনস’খ্যাত অভিনেত্রী সারা শেন মারা গেছেন। গত ৩১ জুলাই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ৯৪ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যু হয়। জুলাইয়ে মৃত্যু হলেও তাঁর প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছে গত বুধবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত মৃত্যু হয়েছে তাঁর। ১১ বছরের ক্যারিয়ারে ১০টি সিনেমায় অভিনয় করেন সারা। তবে ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘টারজান’ অভিনেত্রী হিসেবেই। ‘দ্য কিং অ্যান্ড ফোর কুইনস’ তাঁর আরেকটি উল্লেখযোগ্য ছবি।
ব্রিটিশ নির্মাতা জন গেলারমেন পরিচালিত ‘টারজানস গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার’-এ জেন চরিত্রটি অনুপস্থিত ছিল। তার পরিবর্তে আমেরিকান মডেল ও পাইলট অ্যাঞ্জি লরিং চরিত্রে দেখা গেছে সারা শেনকে। বনের রাজা টারজানের সঙ্গে তার আফ্রিকার জঙ্গলে দেখা হয়। এটি টারজান চরিত্রে গর্ডন স্কটের চতুর্থ ছবি ছিল।
সারা শেন ১৯২৮ সালের ১৮ মে যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল ইলেইন স্টার্লিং। ক্যারিয়ারের শুরুতে তিনি মডেল হিসেবে কাজ করতেন। এরপর ক্যালিফোর্নিয়ায় এসে যুক্ত হন এমজিএম স্টুডিওর সঙ্গে। এমজিএম থেকে বাদ পরার পর তাঁর এজেন্ট অভিনেত্রীর প্রচারের জন্য দ্য হলিউড রিপোর্টার ও ভ্যারাইটিতে বিজ্ঞাপন দেন। এরপর তিনি চুক্তিবদ্ধ হন ইউনিভার্সেল স্টুডিওর সঙ্গে। তখন তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন সারা শেন।
ষাটের দশকে টেলিভিশনে বেশির ভাগ কাজ করেছিলেন সারা শেইন। ১৯৪৯ সালে উইলিয়াম হলিংসওয়ার্থকে বিয়ে করেন শেইন। তাঁদের একটি পুত্রসন্তান আছে। ১৯৫৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়।