‘ফ্রেন্ডস’ তারকা পেরির মৃত্যুর তদন্তে নতুন মোড়, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫
অতিরিক্ত মাত্রায় কেটামাইন নেওয়ায় গত বছর ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু হয়েছিল। শুরুতে নিছকই দুর্ঘটনা মনে হলেও তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। বিবিসি জানিয়েছে, অভিনেতার মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন গণমাধ্যমগুলো আইনি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে একজন চিকিৎসকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পেরির কাছে ড্রাগটি কীভাবে পৌঁছায়, সে ঘটনা তদন্ত করতে গিয়েই অভিযুক্ত ব্যক্তিদের খোঁজ পাওয়া গেছে।
পেরি ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত আলোচিত সিচুয়েশন কমেডি ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করে খ্যাতি পান।
গত বছরের অক্টোবরে মাত্র ৫৪ বছর বয়সে মারা যান তিনি। সুইমিংপুলে তাঁর মরদেহ পাওয়া গিয়েছিল।
ময়নাতদন্তে পেরির মৃত্যুর কারণ হিসেবে পাওয়া যায় ‘কেটামিনের তীব্র প্রভাব’। এটি একটি নিয়ন্ত্রিত ওষুধ, যা চিকিৎসকের পরামর্শ ছাড়া কেনা যায় না। কিন্তু অনেকেই এই ওষুধ দিয়ে নেশা করেন। তবে ম্যাথিউ পেরি কী হিসেবে গ্রহণ করতেন, তা সে মুহূর্তে বোঝা যায়নি।
কারণ, তাঁর পাকস্থলীতে এই ওষুধ অল্প পরিমাণে পাওয়া গেলেও রক্তে এটি উচ্চ মাত্রায় পাওয়া যায়। ঠিক কীভাবে অভিনেতার শরীরে এই ওষুধ প্রবেশ করেছিল, তা নিয়ে শুরু হয়েছিল তদন্ত। লস অ্যাঞ্জেলেস পুলিশ মে মাসে জানায় যে তারা মৃত্যুর তদন্ত করছে।