সিনেমা আর বই রাখার জন্য আলাদা বাড়ি কিনেছিলেন অস্কারজয়ী এই পরিচালক

হলিউডের পরিচিতি পাওয়া ও জনপ্রিয় পরিচালক ও চিত্রনাট্যকারদের একজন তিনি। সফলতার কাতারে তাঁর নাম আসে প্রথম সারিতে। সফলতার পেছনের এই কারিগর শুরুতে দীর্ঘ ১৬ বছর ধরে একের পর এক চিত্রনাট্য লিখে ব্যর্থ হয়েছেন। হলিউডে জায়গা করে নিতে দেড় যুগের বেশি সময় লেগেছে। পরবর্তী সময়ে তিনবার অস্কারজয়ী সেই নির্মাতা গিয়ের্মো দেল তোরোর আজ জন্মদিন। এই পরিচালক সম্পর্কে জেনে নিতে পারেন।
১ / ৫
ক্যারিয়ার শুরু লেখালেখি দিয়ে। একের পর এক এলোমেলোভাবে কখনো চিত্রনাট্যকার, কখনো সহচিত্রনাট্যকার হিসেবে জীবনের ১৬ বছর এই লেখার পেছনে সময় দিয়েছেন। ফলাফল, একের পর এক ব্যর্থ হতে হয়েছে। এই সময়ে লেখা কোনো চিত্রনাট্য নিয়েই সিনেমা হয়নি।
ছবি: আইএমডিবি
২ / ৫
চিত্রনাট্যকার ও পরবর্তী সময়ে পরিচালক হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য প্রচুর বই পড়তেন। সঙ্গে সিনেমা দেখার পোকায় পেয়ে বসে। একসময় বই ও সিনেমার সংগ্রহ এমন হতে থাকে যে তাঁকে রীতিমতো সেগুলো সংগ্রহের জন্য আলাদা বাড়ি ভাড়া নিতে হয়।
ছবি: আইএমডিবি
৩ / ৫
তাঁর ভালো বন্ধুদের মধ্যে রয়েছেন হলিউডে কাজ করা বিখ্যাত পরিচালকদের মধ্যে জেমস ক্যামেরন, আলফোনসো কুয়ারন, আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু, রবার্ট রদ্রিগেজ। তাঁরা সবাই একে অন্যকে নানাভাবে সহযোগিতা করে এগিয়েছেন।
ছবি: আইএমডিবি
৪ / ৫
তিনি ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের জুরির দায়িত্ব পালন করেছিলেন। পরে ৭৫তম ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
ছবি: আইএমডিবি
৫ / ৫
১৯৬৪ সালের ৯ অক্টোবর জন্ম নেওয়া এই পরিচালক তিনবার অস্কার জয় করেন। তাঁর সেরা সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’, ‘প্যান’স ল্যাবরিন্থ’, ‘হেলবয়’, ‘গিয়ের্মো দেল তোরো পিনোচিও’। দীর্ঘ ক্যারিয়ারে ৪০টি সিনেমার চিত্রনাট্য লিখেছেন। নির্মাণ করেছেন ২৬টি সিনেমা।
ছবি: আইএমডিবি