‘টারজান’ তারকা রন এলি মারা গেছেন

যুক্তরাষ্ট্রের অভিনেতা রন এলিছবি: ইনস্টাগ্রাম থেকে

ষাটের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান’–এ নামভূমিকায় অভিনয় করে পরিচিতি পাওয়া যুক্তরাষ্ট্রের অভিনেতা রন এলি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। খবর এএফপির

গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। প্রায় এক মাস পর গতকাল বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে মৃত্যুর খবরটি দেন অভিনেতার মেয়ে কিরস্টেন এলি।

১৯৬৬ থেকে ১৯৬৮ সালে এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি রন এলিকে তারকাখ্যাতি দিয়েছে। এই সিরিজে অভিনয়ের সুবাদে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিতি রয়েছে তাঁর।

ডেইলি এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রন এলি বলেছিলেন, টারজান চরিত্রে যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার মাইক হেনরিকে নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে হেনরির বদলে রন এলিকে নেওয়া হয়েছিল। শুটিংয়ে নিজেই স্টান্ট করেছেন; কয়েকবার আহতও হয়েছিলেন তিনি।

এর বাইরে ১৯৭৫ সালে এলি ‘ডক স্যাভেজ’, ‘সাউথ প্যাসিফিক’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন তিনি। পরবর্তী সময়ে লেখালেখিতে মন দেন।
১৯৩৮ সালে টেক্সাসের হেয়ারফোর্ডে রন এলির জন্ম; বেড়ে উঠেছেন অ্যামারিলো শহরে। ১৯৫৯ সালে প্রেমিকা হেলেন ট্রিপলেটকে বিয়ে করেন, দুই বছরের ব্যবধানে বিচ্ছেদ ঘটে। ১৯৮৪ সালে মিস ফ্লোরিডা ভ্যারেলি লুনডেনকে বিয়ে করেন। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে।

আরও পড়ুন