বাফটার মনোনয়নেও এগিয়ে ‘ওপেনহেইমার’
৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১৩ শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় লন্ডনে মনোনয়ন ঘোষণা করা হয়।
এর আগে গোল্ডেন গ্লোবে ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও বাজিমাত করেছে ‘ওপেনহেইমার’।
সেরা সিনেমা, সেরা পরিচালকসহ গোল্ডেন গ্লোবে পাঁচটি ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও আটটি পুরস্কার পেয়েছে সিনেমাটি। গত বছরের ২১ জুলাই মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাফটায়ও এগিয়ে থাকল।
এ বছরের বেশ কয়েকটি পুরস্কার আসরে ‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’ সিনেমার লড়াই ছিল চোখে পড়ার মতো। তবে বাফটায় এসে পিছিয়ে পড়েছে ‘বার্বি’। পাঁচটি শাখায় মনোনয়ন পেয়েছে পরিচালক গ্রেটা গারউইগের সিনেমাটি।
সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। ৯টি করে শাখায় মনোননয়ন পেয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে মার্টিন স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ও জোনাথন গ্লেজারের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। কানজয়ী ‘অ্যানাটমি অব আ ফল’, ‘দ্য হোল্ডওভারস’ ও ‘মায়েস্ত্রো’ পেয়েছে ৭টি করে মনোনয়ন। ৬টি মনোনয়ন পেয়েছে ‘অল অব আস স্ট্রেঞ্জার’।
সেরা সিনেমার মনোনয়ন পেয়েছে ‘অ্যানাটমি অব আ ফল’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘ওপেনহেইমার’ ও ‘পুওর থিংস’। সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট), আন্ড্রে হেই (অল অব আস স্ট্রেঞ্জার), জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), অ্যালেক্সান্ডার পেন (দ্য হোল্ডওভারস) ও ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো)।
সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন ফ্যান্টেজিয়া ব্যারিনো (দ্য কালার অব পার্পেল), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আর ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো), ভিভিয়ান অপেরাহ (রাই লেন), মার্গট রবি (বার্বি) ও এমা স্টোর (পুওর থিংস)।
সেরা অভিনেতার তালিকায় রয়েছেন ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), বেরি কিওগান (সল্টবার্ন), কিলিয়ান মারফি (ওপেনহেইমার) ও টিও উ (পাস্ট লাইভস)।
সেরা অইংরেজি ভাষার সিনেমার তালিকায় মনোনয়ন পেয়েছে ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘পাস্ট লাইভস’, ‘সোসাইটি অব দ্য স্নো’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
আগামী ১৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ঘোষণা করা হবে বাফটা পুরস্কার।