লিয়াম পেইনের মৃত্যু, যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন জায়ান

জায়ান মালিক। রয়টার্স ফাইল ছবি

লিয়াম পেইনের আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের, গায়কের সাবেক ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্যদের তো বটেই। বন্ধু, সতীর্থ লিয়ামকে হারিয়ে শোকে মুহ্যমান ওয়ান ডিরেকশনের সদস্যরা। এবার তাই পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন জায়ান মালিক। গতকাল নিজের ইনস্টাগ্রামে এ ঘোষণা দেন তিনি।

২৩ অক্টোবর সান ফ্রান্সিসকো থেকে যুক্তরাষ্ট্রে জায়ানের একক কনসার্ট সফর শুরু হওয়ার কথা ছিল।

লিয়াম পেইন। এএফপি ফাইল ছবি

কিন্তু শেষ মুহূর্তে এই ট্যুর স্থগিতের ঘোষণা দিলেন তিনি। জায়ান জানান, আগামী বছরের জানুয়ারিতে এই ট্যুর করবেন তিনি। নতুন তারিখ পরে জানানো হবে। এখনকার টিকিট দিয়েই শোগুলো দেখা যাবে।

ভক্তদের উদ্দেশে জায়ান বলেন, ‘সবাইকে ভালোবাসি। আমার অবস্থা বুঝে পাশে থাকার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন

২০১০ সালে তৈরি হয় ওয়ান ডিরেকশন। পরের ছয় বছরে হয়ে ওঠে বিশ্বসংগীতের আলোচিত নাম। ‘আপ অল নাইট’, ‘টেক মি হোম’, ‘মিডনাইট মেমরিস’, ‘ফোর’, ‘মেইড ইন দ্য এ.এম.’—আলোচিত চার অ্যালবাম উপহার দিয়ে ২০১৬ সালে ভেঙে যায় ওয়ান ডিরেকশন। অন্য সদস্যদের মতো লিয়ামও খুঁজে নেন নতুন পথ।

গত বুধবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন লিয়াম। ৩১ বছর বয়সী এই তারকার মৃত্যুর কারণ জানা যায়নি।