ইলন মাস্ককে ফ্যাসিস্ট বললেন মার্কিন অভিনেত্রী
ভুয়া খবর ছড়াচ্ছেন ইলন মাস্ক! সরাসরি তাঁর বিরুদ্ধে আঙুল তুললেন মার্কিন অভিনেত্রী আইয়ো এডেবরি। অভিনেত্রীর দাবি, এক্স হ্যান্ডলে ভুয়া তথ্য ছড়িয়ে তাঁর জীবনে বড় বিপর্যয় ডেকে এনেছেন এক্সের কর্ণধার মাস্ক। এমনকি তাঁকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের
এক্স হ্যান্ডলে এক দক্ষিণপন্থী সংগঠনের পক্ষ থেকে অসমর্থিত সূত্রের খবর শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে নতুন করে আসতে চলেছেন অভিনেত্রী আইয়ো এডেবরি। শুধু তা-ই নয়, জনি ডেপের পরিবর্তে তাঁকে নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। ইলন মাস্ক এই বার্তা শেয়ার করেন নিজের হ্যান্ডলে। অবমাননাকর মতও প্রকাশ করেন তিনি। এর পরই বিতর্কের সূত্রপাত।
আইয়ো নিজেও মাস্কের এক্স-বার্তা শেয়ার করেন। সরাসরি মাস্ককে ‘মূর্খ’ ও ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন।
আইয়ো লেখেন, ‘এ লোকটির জন্য আমি প্রাণনাশের হুমকি পেয়েছি, বর্ণবিদ্বেষী মন্তব্য শুনেছি। একটি ছবির ভুয়া খবরের জন্য, যে ছবির কথা আমি শুনিনি পর্যন্ত। আমার কোনো সন্দেহ নেই এই মানুষটি ফ্যাসিস্ট, মূর্খ।’
‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। সব কটি ছবিতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় দেখা গেছে জনি ডেপকে। পরবর্তীকালে আরও একটি ছবি তৈরির কথা ছিল। কিন্তু জনির বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সে ছবির কাজ এগোয়নি। ওই ফ্র্যাঞ্চাইজির প্রযোজক জেরি ব্রাকেমার এর আগেই জানিয়েছেন, ষষ্ঠ ছবিটির কথা তাঁরা ভাবছেন। এর বাইরে আর কোনো কথা তিনি জানাননি। বিশ্বস্ত সূত্রে সেই ছবির কলাকুশলীদের সম্পর্কেও কিছু জানা যায়নি।
২৯ বছর বয়সী এডেবরি ব্যাপক পরিচিতি পেয়েছেন ‘দ্য বিয়ার’ সিরিজ দিয়ে। সিরিজটির জন্য তিনি গোল্ডেন গ্লোব, এমি ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার পেয়েছেন।