ছয় মিনিটের জন্য ছয় বছরের প্রস্তুতি
পর্দায় চরিত্রের জন্য কত-না প্রস্তুতি নিতে হয় অভিনয়শিল্পীদের। সেটা যদি কারও বায়োপিক হয়, তবে তো কথাই নেই। কারণ, বাস্তব আর পর্দার মানুষের মধ্যে একটু অমিল পেলেও শুরু হয় নানা সমালোচনা। তাই পর্দায় লিওনার্দো বার্নস্টেইন হতে চেষ্টার কমতি রাখেননি ব্র্যাডলি কুপার। তবে এই দৃশ্যে অভিনয়ের জন্য তিনি যে ছয় বছর ধরে প্রস্তুতি নিয়েছেন, সেটা জানলে অবাক হতে হয়।
আগেই জানা গেছে, প্রখ্যাত মার্কিন সুরকার, সংগীত পরিচালক লিওনার্দো বার্নস্টেইন ও তাঁর স্ত্রী ফেলিসিয়া মনতালেগ্রির সম্পর্ক নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্র্যাডলি কুপার। নিজের সিনেমায় বার্নস্টেইনের চরিত্রেও অভিনয় করবেন কুপার। ‘মায়েস্ত্রো’ নামের সিনেমাটি ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। তাঁর আগে ছবিটির প্রিমিয়ারে মার্কিন চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ভ্যারাইটির মুখোমুখি হয়েছিলেন এই অভিনেতা।
সিনেমাটিতে বার্নস্টেইন হতে নানা শারীরিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তাঁর ফলও মিলেছে। বার্নস্টেইনের চরিত্রের ব্র্যাডলি কুপারের লুক প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তিনি।
তবে এই অভিনেতা মনে করিয়ে দিয়েছেন, কেবল শারীরিক পরিবর্তন নয়, সিনেমাটির জন্য আরও কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। ছয় মিনিটের একটি দৃশ্যের জন্য ছয় বছর ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি!
১৯৭৬ সালে লন্ডন সিম্ফনি অর্কেস্ট্রায় সংগীত পরিচালনা করেছিলেন বার্নস্টেইন। সিনেমাটিতে সেই ঐতিহাসিক মুহূর্ত পুনর্নির্মাণ করা হয়েছে। সেই দৃশ্যের জন্যই নিজেকে ছয় বছর ধরে প্রস্তুত করেছেন কুপার। চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম ইন্ডিওয়্যারকে কুপার বলেন, ‘এই দৃশ্য নিয়ে ভয়ে ছিলাম। কারণ, আমরা একটি লাইভ পারফরম্যান্সের মাধ্যমে ধারণ করতে চেয়েছিলাম। আমরা এটা সরাসরি ধারণ করেছি, সেদিন আমিই সংগীত পরিচালনা করেছি। এই ৬ মিনিট ২১ সেকেন্ডের দৃশ্যের জন্য আমি ৬ বছর ধরে খেটেছি।’
‘মায়েস্ত্রো’য় বার্নস্টেইনের স্ত্রী ফেলিসিয়া মনতালেগ্রির চরিত্রে অভিনয় করেছেন ক্যারি মুলিগান। অভিনয় ও পরিচালনা ছাড়াও সিনেমাটির অন্যতম প্রযোজক ব্র্যাডলি কুপার।
২০১৮ সালে ‘আ স্টার ইজ বর্ন’ দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয় ব্র্যাডলি কুপারের। নির্মাতা হিসেবে প্রথম সিনেমাতেই সাতটি শাখায় অস্কার মনোনয়ন পেয়ে চমকে দিয়েছিলেন তিনি। সেই সাফল্যের পর এবার আবার পরিচালক হিসেবে আসছেন কুপার। সমালোচকেরা বলছেন, এবারও চমকে দেবেন তিনি।