আলোচনা ব্যর্থ, শিল্পীদের ধর্মঘটের মুখে হলিউড

আগে থেকেই ধর্মঘট করে যাচ্ছেন লেখকরাএএফপি

লেখকদের পর এবার শিল্পীদের ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে হলিউড; শিল্পীরা ধর্মঘটে যোগ দিলে হলিউডে কার্যত অচল হয়ে পড়বে। লেখকদের ধর্মঘটের মধ্যে পারিশ্রমিক বাড়ানোসহ বেশ কিছু দাবি নিয়ে নেটফ্লিক্স, ডিজনিসহ হলিউডের শীর্ষ স্টুডিওগুলোর সঙ্গে আলোচনায় বসে হলিউডের শিল্পীদের সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড (সেগ-এফটিআরএ)।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বুধবার মধ্যরাতে স্টুডিওগুলোর সঙ্গে শিল্পীদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। শেষ মুহূর্তের আলোচনায় কোনো সুরাহা না পাওয়ায় হলিউডের অভিনয়শিল্পীরা বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘটে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লেখকদের সঙ্গে শিল্পীরা ধর্মঘটে যোগ দিলে অচল হতে পারে হলিউড
ছবি: এএফপি

আলোচনা শেষে সেগ-এফটিআরএ-এর প্রেসিডেন্ট ফ্রান ড্রেসার সাংবাদিকদের বলছেন, শিল্পীদের দাবির বিষয়ে স্টুডিওগুলোর প্রতিক্রিয়া অপমানজনক ছিল।
সেগ-এফটিআরএ জানিয়েছে, ধর্মঘটের বিষয়ে প্রাথমিকভাবে সংগঠনটির সদস্যরা সম্মত হয়েছেন। ধর্মঘটের সিদ্ধান্ত নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ভোটাভুটি হবে, এরপর বিকেলের দিকে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁদের সিদ্ধান্ত জানাবেন।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও অভিনয়শিল্পীদের ধর্মঘটের ঘোষণা এখন শুধুই সময়ের ব্যাপার। লেখকদের সঙ্গে শিল্পীরা ধর্মঘটে নামলে ৬৩ বছর পর লেখক ও শিল্পীদের ধর্মঘটের মুখে পড়বে হলিউড। এটা হলে রিয়েলিটি শো, অ্যানিমেশন ও টক শো হয়তো চলতে পারবে কিন্তু এমি অ্যাওয়ার্ডসের মতো বড় অনুষ্ঠান ঝুঁকিতে পড়বে। মুক্তির অপেক্ষায় থাকা জনপ্রিয় সিজির সিকুয়েল বা বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তিও বাতিল হতে পারে।

আরও পড়ুন