কে হচ্ছেন অস্কারের পরবর্তী সঞ্চালক
প্রতিবছর নভেম্বরের পর আলোচনায় আসে কে হতে যাচ্ছেন অস্কারের কান্ডারি। কার হাতে থাকবে সঞ্চালকের দায়িত্ব। এবার সেই উপস্থাপকের নাম আগেভাগেই প্রকাশ করেছেন অস্কার আয়োজকেরা। ৯৮তম অস্কারের উপস্থাপক হিসেবে আবারও ফিরছেন কোনান ও’ব্রায়েন। অস্কারের নির্বাহী প্রধান বিল ক্রেমার সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। ৯৮তম অস্কার আয়োজন বসছে আগামী বছর ১৫ মার্চ।
কোনানের সঙ্গে থাকছে নির্বাহী প্রযোজক হিসেবে রাজ কাপুর এবং কেটি মুলান।
হাস্যরসাত্মকভাবে অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দেন কোনান ও’ব্রায়েন। রসিকতা করেই উপস্থাপক হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন কোনান। তিনি ভ্যারাইটিকে বলেন, ‘আবার অস্কার আয়োজন উপস্থাপনা করছি এর একমাত্র কারণ আমি শুনতে চাই অ্যাড্রিয়েন ব্রডি তাঁর বক্তব্য শেষ করেছে।’ এটা বলার কারণ, ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য এবার সেরা অভিনেতা হিসেবে অস্কার জয় করেন ব্রডি। পরে তিনি অনেকটা সময় বক্তব্য দেন, যা ছিল অস্কার ইতিহাসে দীর্ঘ সময় দেওয়া বক্তব্যের একটি।
ও’ব্রায়েন পাঁচবার এমিজয়ী কমেডিয়ান। তাঁর বয়স ৬১ বছর। একসময়ের আলোচিত এই কমেডিয়ানকে গত বছর অস্কারের সঞ্চালক হিসেবে বেছে নেওয়াটা ছিল চমক। অস্কার আয়োজকদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই বছর সঞ্চালক হিসেবে দারুণ বিনোদন দিয়েছেন কোনান। ভিজ্যুয়ালি আমাদের অনুষ্ঠান আশ্চর্যজনকভাবে সফল হয়েছে। কোনান আয়োজনের জন্য দক্ষ উপস্থাপক। দক্ষতার সঙ্গে তিনি আমাদের সন্ধ্যাকে হাস্যরসাত্মক ঘটনা, উষ্ণতা এবং শ্রদ্ধার মাধ্যমে উদ্যাপন করতে শেখান। আবার তাদের সঙ্গে যুক্ত হতে পারছি, এতে আমরা সম্মানিত বোধ করছি।’
কোনান ও’ব্রায়েন বিশ্বের জনপ্রিয় কমেডিয়ানদের একজন। এক্স হ্যান্ডলে তাঁর ২৭ মিলিয়ন অনুসারী। এর আগে দুবার এমি পুরস্কারের সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। তিনি আশির দশকে ক্যারিয়ার শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’। এ অনুষ্ঠান দিয়েই নব্বই দশকে আলোচনায় আসেন এই তারকা। ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ ও ‘কোনান শো’ অনুষ্ঠানগুলোও বেশ সাড়া ফেলে। সর্বশেষ তিনি ‘কোনান ও’ব্রায়েন মাস্ট গো’ শো করেছেন। একসময়ের ব্যস্ত এই তারকার হাতে অবশ্য খুব বেশি কাজ ছিল না। এর মধ্যেই ডাক পেলেন অস্কারের সঞ্চালক হিসেবে।