প্রেসিডেন্ট সাদ্দামের জন্য শিশুকে কেক বানাতে বাধ্য করার গল্প কানে
প্রায় ২৫ বছর ইরাক শাসন করেছেন সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। দেশের জনগণের চোখে তিনি ছিলেন প্রতাপশালী শাসক। যাঁর একক আধিপত্য ছিল দেশজুড়ে। যে কারণে এই প্রেসিডেন্টের জন্মদিন মানেই ছিল হুলুস্থুল কারবার। দেশজুড়ে চলত নানা আয়োজন। এমন এক জন্মদিনের আয়োজন উপলক্ষে প্রেসিডেন্টের জন্য কেক বানানোর গল্প নিয়ে সিনেমা ‘দ্য প্রেসিডেন্টস কেক’। সেই গল্পই জায়গা করে নিয়েছে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট শাখায়। সিনেমাটি নির্মাণ করছেন ইরাকের তরুণ নির্মাতা হাসান হাদি।
প্রজেক্ট সম্পর্কে এর আগে পরিচালক হাদি ‘দ্য ফিল্ম কোলাবরেটিভ অর্গানাইজেশন’কে জানান, সিনেমাটির গল্প ১৯৯১ সালের ২৬ এপ্রিল ও পরের দিনগুলোর ঘটনা ঘিরে। এই দিনের ২ দিন পরে ২৮ এপ্রিল ছিল সাদ্দাম হোসেনের জন্মদিন। দিনটি উপলক্ষে স্কুলের পক্ষ থেকে স্থানীয়ভাবে কেক কেটে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মদিন উদ্যাপন করা হবে। স্থানীয়ভাবে চলছে নানা প্রস্তুতি।
সাদ্দাম হোসেনের জন্মদিন উপলক্ষে ৯ বছরের এক শিশুর ওপর দায়িত্ব পড়ে কেক বানিয়ে আনার। এই কেক বানানো নিয়ে বিপদে পড়ে যায় শিশুটি। সে কেক বানানোর মতো কঠিন কাজ করতে চায় না। একসময় শিশুটির ওপর কেক বানানোর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। কথা না শুনলে তাকে কারাগারে বন্দী করা হতে পারে বা মৃত্যুদণ্ডের মতো ভয় দেখিয়ে শিশুটিকে কেক বানানোয় রাজি হতে বাধ্য করা হয়। এই কেক শিশুটির জীবনটাই এলোমেলো করে দেয়। এভাবেই ‘দ্য প্রেসিডেন্টস কেক’ সিনেমায় উঠে এসেছে ইরাকের প্রত্যন্ত এলাকার একটি ঘটনা।
কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল শাখার বাইরের শাখা ডিরেক্টরস ফোর্টনাইট। গুরুত্বপূর্ণ এই শাখায় এর আগে বাংলাদেশের একমাত্র সিনেমা ‘মাটির ময়না’ জায়গা পেয়েছিল। আজ মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিঁয়োরি ফ্রেমো এই শাখায় মনোনয়ন পাওয়া সিনেমার তালিকা প্রকাশ করেন।
ডিরেক্টরস ফোর্টনাইটের ৫৭তম এই সংস্করণে ১৮টি সিনেমার নাম ঘোষণা করা হয়। এই শাখায় উদ্বোধনী সিনেমা হিসেবে জায়গা পেয়েছে ‘এনজো’। এটি পরিচালনা করেছেন মরক্কোর নির্মাতা রবিন ক্যামপিলো। সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ‘সরি, বেবি’। এটি পরিচালনা করেছেন ফ্রান্সের নির্মাতা ইভা ভিক্টর।
ডিরেক্টরস ফোর্টনাইটে জায়গা পাওয়া উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—
‘আমোর অ্যাপক্লাপস’ (পরিচালক, অ্যানি এমন্ড)
‘ব্রান্ড নিউ ল্যান্ডস্কেপ’ (ইউগা ডানজুকা)
‘মিডল ক্লাস’ (অ্যান্থনি করডিয়ার)
‘ডেঞ্জারাস অ্যানিমেলস’ (সেন বাইন)
‘দ্য গার্ল ইন দ্য স্নো’ (লুইস হেমন)
‘দ্য গার্লস উই ওয়ান্ট’ (প্রিন্সিয়া কার)
‘মিররস নম্বর-৩ (ক্রিশ্চিয়ান পেটজল্ড)