রেটিং ১.৬! এত বাজে সিনেমার আয়ে রেকর্ড...

চলতি বছরের শীর্ষ আয় করা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সিনেমাটি। দর্শকেরা এখনো দেখছেন রূপকথার গল্প নিয়ে সেই সিনেমা ‘স্নো হোয়াইট’। সিনেমাটির আয় ১৮২ মিলিয়ন ডলার। সিনেমাটি নিয়ে আইএমডিবিতে ভক্তদের আগ্রহ থাকলেও সেটা নেতিবাচক। কারণ, সিনেমাটির রেটিং তলানিতে ঠেকেছে—মাত্র ১.৬। কেন সিনেমাটির রেটিংয়ের এই হাল? এর পেছনে ১০ কারণের কথা বলছেন দর্শক ও সমালোচকেরা।
১ / ১০
সিনেমায় প্রধান চরিত্রে স্নো হোয়াইটকে ঘিরে হলেও গল্পে একাধিকবার তাকে গৌণ হিসেবে দেখানো হয়েছে। এমনকি প্রধান চরিত্রের মধ্যে দর্শক তারকাসুলভ কিছু পায়নি। তাকে দর্শক একাধিকবার অসহায় অবস্থায় দেখেছেন। যে কারণে ডিজনির সিনেমাটি দর্শক গ্রহণ করতে পারেননি।
ছবি: আইএমডিবি
২ / ১০
আবার গল্পে এভিল কুইন একাধিকবার সুযোগ পায় মূল চরিত্রদের খুন করার। কিন্তু তিনি খুন করেন না। এটাকে দর্শক গল্পের বড় গোঁজামিল বলছেন। কেউ কেউ এটাকে উল্লেখ করেছেন গল্পে বড় দুর্বলতা হিসেবে।
ছবি: আইএমডিবি
৩ / ১০
সিনেমায় সিজিআই এতটাই দুর্বল যে বর্তমান সময়ে এসে দর্শক এটা কোনোভাবেই মানতে পারেননি। এ ছাড়া ভিজুয়াল ইফেক্টের কাজও ছিল অনেক দুর্বল। যা কোনোভাবেই মনে করিয়ে দেয় না ডিজনির সিনেমা এটি।
ছবি: আইএমডিবি
৪ / ১০
সিনেমায় একাধিক চরিত্র মানানসই হয়নি। প্রধান চরিত্রে রেচেল জেগলারকে এক নম্বর মিস কাস্টিং বলছেন দর্শকেরা।
ছবি: আইএমডিবি
৫ / ১০
সিনেমার প্রথমার্ধ সাধারণভাবে গল্প বলে গেলেও দর্শক অপেক্ষায় ছিলেন দ্বিতীয় ও শেষাংশে চমক পাবেন, এই ভেবে। কিন্তু পরের অংশে গল্প ছিল খাপ ছাড়া। যা ডিজনির সিনেমাটির ভক্তদের আশাহত করেছে। কেউ কেউ লিখেছেন, শেষে এমন কিছু দৃশ্য রয়েছে; যার কোনো অর্থ হয় না।
ছবি: আইএমডিবি
৬ / ১০
সিনেমাটির বেশির ভাগ দর্শক ছিল শিশু। কিন্তু শিশুদের কথা মাথায় না নিয়ে সিনেমাটির গল্প জটিল করে বলায় অনেকেই সিনেমাটিকে পছন্দ করেননি।
ছবি: আইএমডিবি
৭ / ১০
ভুলের যেন শেষ নেই প্রধান চরিত্রের। এই নিয়ে ভক্তরা আরও বলছেন, গল্প হাস্যকর করে তুলেছে স্নো হোয়াইট চরিত্রটি। কারণ, সে রাজার স্মৃতিকেই সম্মান জানায়নি। যা দর্শকেরা গ্রহণ করতে পারেননি।
ছবি: আইএমডিবি
৮ / ১০
সিনেমায় একাধিক গান থাকলেও সেগুলো গল্পের সঙ্গে যায়নি। ব্যাকগ্রাউন্ড স্কোরও ছিল খুবই দুর্বল।
ছবি: আইএমডিবি
৯ / ১০
সমালোচকেরা বলছেন, সিনেমার চিত্রনাট্যে জীবনের গল্প ছিল না। চরিত্রগুলোর মধ্যে ছিল না গভীরতা। এমনকি তেমন কোনো চরিত্রের আবেগ দর্শকদের ছুঁতে পারেনি।
ছবি: আইএমডিবি
১০ / ১০
আইএমডিবিতে ‘ব্লিউ লি ফ্লুফ’ নামের আইডি থেকে এক সমালোচক লিখেছেন, ‘ও মাই গড, এত খারাপ হতে পারে সিনেমাটি। আমার পাঁচ বছরের ছেলে কার্টুনে যেভাবে গল্পটি দেখেছে, তার চেয়েও সিনেমাটিকে বাজে বলছে। কারণ, সে কার্টুনের মতোও সিনেমাটিকে পায়নি। ডিজনি শতভাগ ব্যর্থ।’ সূত্র: আইএমডিবি, ভ্যারাইটি, রেডিট, সিবিআর
ছবি: আইএমডিবি