‘আমার ওজন নিয়ে কথা বলাও যেন সবার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে’

সেলেনা গোমেজ। এএফপি

‘নারীদের অবস্থা সবচেয়ে খারাপ, মন্তব্যের ঘরে তাঁদের নিয়ে যা খুশি বলা হয়।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষ নিয়ে এভাবেই বলেন সেলেনা গোমেজ। এই গায়িকা-অভিনেত্রী আগেও অনেকবার এ প্রসঙ্গে কথা বলেছেন; ত্যক্তবিরক্ত হয়ে কয়েকবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে দিয়েছেন। এবার তিনি এ প্রসঙ্গে কথা বললেন ‘আওয়ার পারপাস উইথ জয় শেঠি পডকাস্ট’-এ।

এ অনুষ্ঠানে সেলেনা হাজির হয়েছিলেন প্রেমিক সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোকে নিয়ে। বেনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য তিনি পড়েন না। তবে এ বিষয়ে ভিন্নমত সেলেনার। ‘আমিও এমন অবস্থার মধ্য দিয়ে গেছি।

সেলেনা গোমেজ
এএফপি

কেবল আমি কেন, সব নারীকেই এর মধ্য দিয়ে যেতে হয়, নারীরাই বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হন। মন্তব্যের কথা যদি বলি, নারীরা কী পরেছেন, তাঁরা দেখতে কেমন—সবকিছু নিয়ে কথা বলা হয়। নারীদের অনুভূতি খুব তীব্র, নিশ্চিতভাবেই এর প্রভাব হয় খুবই নেতিবাচক,’ বলেন সেলেনা।

অনলাইনে অতি উৎসাহীদের মত কীভাবে তাঁর লালগালিচার পোশাকে প্রভাব ফেলে, সে প্রসঙ্গেও কথা বলেন সেলেনা।

সেলেনা গোমেজ। এএফপি

তিনি বলেন, ‘যখন আমি কোনো অনুষ্ঠানের জন্য তৈরি হই, ৯০ শতাংশ ক্ষেত্রে মাথায় রাখি, এমন কিছু পরতে হবে, যা পরে ছবি তোলা যাবে আর স্বস্তিতে বসা যাবে। আপনি যা–ই করবেন, সেটা নিয়েই কথা হবে। আমাকে নিয়েও হয়। কেউ বলে আমি যথেষ্ট শ্বেতাঙ্গ নই আর পুরোপুরি মেক্সিকানও নই। আমি কেমন দেখতে, কার সঙ্গে প্রেম করছি, সেটা নিয়েও মানুষ মতামত দিচ্ছে!’

গত কয়েক বছরে ওজন নিয়েও অনেক কথা শুনতে হয়েছে সেলেনাকে। তিনি কতটা মুটিয়ে গেছেন, সেটা যেন ছিল অনলাইনে গবেষণার বিষয়বস্তু। ‘ওজন নিয়ে গত কয়েক বছরে এত কথা হয়েছে, কী আর বলব। এটা আমাকে সত্যিই ব্যথিত করেছে। আমার ওজন নিয়ে কথা বলাও যেন সবার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে,’ বলেন সেলেনা।
প্রেমিক বেনি ব্লাঙ্কের সঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে সেলেনার নতুন অ্যালবাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’।

আরও পড়ুন