‘তাকে কোনো সন্তান উপহার দিতে পারিনি, এটাই বিচ্ছেদের কারণ’

ব্র্যাড পিটের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল জেনিফার অ্যানিস্টনের
টুইটার

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন জেনিফার অ্যানিস্টন। অভিনয়জীবন তাঁকে অর্থ, খ্যাতি, সফলতা সবই দিয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে একটি ইচ্ছা অপূর্ণই রয়ে গেছে, মা হতে পারেননি তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল জেনিফার অ্যানিস্টনের। যার মধ্যে ২০০০ থেকে ২০০৫—এই পাঁচ বছর তাঁরা বিবাহিত ছিলেন। তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা ধরনের গুজব আছে। এমন খবরও রটে, ব্র্যাড তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এটাকে ‘ডাহা মিথ্যা’ বলে অভিহিত করেছেন অ্যানিস্টন। তিনি জানান, ব্র্যাড পিটের সঙ্গে তাঁর বিচ্ছেদের কারণ সন্তান জন্ম দিতে না পারা।

জেনিফার অ্যানিস্টন
রয়টার্স ফাইল ছবি

অ্যানিস্টন বলেন, ‘আমার স্বামী (ব্র্যাড পিট) আমাকে ছেড়ে যায়, কারণ আমাদের কোনো সন্তান ছিল না। মা হতে পারিনি, তাকে কোনো সন্তান উপহার দিতে পারিনি, এটাই বিচ্ছেদের কারণ।’

অনেক গণমাধ্যমে খবর হয়, ক্যারিয়ারের স্বার্থেই সন্তান নেননি তিনি। এ জন্য তাঁকে ‘স্বার্থপর’ অপবাদও শুনতে হয়। তবে এটি পুরোপুরি ভুয়া খবর বলে জানান অ্যানিস্টন। অভিনেত্রী প্রথমবারের মতো প্রকাশ করেন, অনেক চেষ্টা করেও মা হতে পারেননি তিনি।

ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন
রয়টার্স ফাইল ছবি

অ্যানিস্টন বলেন, ‘আমি মা হতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আইভিএফের মাধ্যমে গর্ভবতী হওয়ার চেষ্টা, চীনা চা পান থেকে শুরু করে মা হওয়ার জন্য হেন জিনিস নেই, করিনি।’

তবে অভিনেত্রীর অবশ্য এসব নিয়ে কোনো আক্ষেপ নেই। অ্যানিস্টন বলেন, ‘সত্যি বলতে, এখন খুব স্বস্তিতে আছি। মা হতে পারব কি না, এসব নিয়ে চিন্তা নেই।’
ব্র্যাড পিটের পর ২০১৫ সালে জাস্টিন থেরক্সকে বিয়ে করেন অ্যানিস্টন। তবে দুই বছর পর সে সংসারও ভেঙে যায়।

জেনিফার অ্যানিস্টন
ছবি: ইনস্টাগ্রাম

সর্বশেষ জেনিফার বলেন, ‘আমি শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতাম এবং আমি সফলও। কিন্তু অনেক চেষ্টা করেও মা হতে পারিনি। তবে এ নিয়ে এখন আর কোনো আক্ষেপ নেই।’ এসব নিয়ে তিনি এখন আর ভাবেন না।

আরও পড়ুন