নিজেকে মনে হতো খাঁচাবন্দী
‘হ্যারি পটার’ সিরিজ দিয়ে স্বপ্নের মতো শুরু। অল্প বয়সেই দুনিয়াব্যাপী পরিচিতি। পরে অভিনয় আর নানা সামাজিক কার্যক্রমে যুক্ত থেকে আলোচনায় ছিলেন এমা ওয়াটসন। এরপর হঠাৎ অভিনয় থেকে একরকম উধাও হয়ে যান এই ব্রিটিশ অভিনেত্রী। কেন? সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় থেকে বিরতি প্রসঙ্গে কথা বলেন ৩৩ বছর বয়সী এই তারকা।
‘আমি খুব একটা খুশি ছিলাম না। সত্যি বলতে কী, তখন নিজেকে খাঁচাবন্দী মনে হতো,’ বিরতি নিয়ে এভাবেই বলেন এমা ওয়াটসন। নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যাও দিলেন, ‘যে বিষয়ের ওপর নিজের নিয়ন্ত্রণ নেই, সে ধরনের কাজ করা কঠিন হয়ে পড়েছিল। কারণ, সিনেমা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেই জানতে চাওয়া হতো—এটা কীভাবে আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়? নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই এমন বিষয়ের মুখোমুখি হওয়া আমার জন্য খুবই কঠিন ছিল।’
বিরতি নেওয়ার আগে তাঁর অবস্থান নিয়ে হতাশা ব্যক্ত করে এমা ওয়াটসন আরও বলেন, ‘বিভিন্ন বিষয়ের জন্য আমাকে এমনভাবে দায়ী করা হতো যে হতাশ হয়ে পড়ি। কারণ, আমার নিজের কোনো কথা বলার জায়গা ছিল না। বুঝলাম, আমি এমন সব বিষয়ের মুখোমুখি হতে চাইতাম, যেখানে আমার কাজের জন্য সমালোচনা করা হবে ঠিকই, কিন্তু এমনভাবে না যে নিজেই নিজেকে ঘৃণা করব।’ তবে অভিনেত্রী স্বীকার করেন, তিনি নিজেই অনেক সুযোগ নষ্ট করেছেন, তাঁর আরও ভালোভাবে কাজ করা উচিত ছিল।
‘হ্যারি পটার’ সিরিজ ছাড়াও ‘নোয়া’, ‘দ্য পার্কস অব বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’, ‘দ্য ব্লিং রিং’, ‘বিউটি অ্যান্ড বিস্ট’-এর মতো ছবিতে এমা ওয়াটসনকে দেখা গেছে।
সর্বশেষ, পাঁচ বছর আগে করেছেন গ্রেটা গারউইগের লিটল উইমেন। অভিনয় থেকে বিরতি নেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গেও খুব একটা কথা বলতে দেখা যায়নি। তবে কি অভিনয়ে আবারও ফিরবেন তিনি? ‘অবশ্যই, ফিরব। তবে আবারও রোবট মুডে ফিরে যেতে চাই না। যা বোঝাতে চাইছি, বুঝতে পারছেন কি?’
এমার বক্তব্যে পরিষ্কার, তিনি এমন প্রজেক্ট করতে চান, যেখানে তাঁর নিয়ন্ত্রণ থাকবে। কেবল ফেরার জন্যই ফিরতে চান না তিনি।