মেগানের শো স্থগিত, বিয়ন্সের অনুদান

‘উইথ লাভ, মেগান’–এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

লস অ্যাঞ্জেলেস দাবানলে মারা গেছেন রোরি কালুম শেকস। নব্বইয়ের দশকে জনপ্রিয় টিভি শো ‘কিডি ক্যাপার্স’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মা শেলি শেকস। আবেগঘন এক পোস্টে শেলি লিখেছেন, ৮ জানুয়ারি তাঁদের এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার পর সন্তানকে তিনি বাঁচাতে পারেননি। ফায়ার ফাইটারদের সহায়তায় যখন বাড়িতে ফিরে আসেন, ততক্ষণে পুড়ে সব শেষ। তবে রোরির কবে মৃত্যু হয়েছে, জানা যায়নি।

তারকা, প্রযোজনা প্রতিষ্ঠানের অনুদান
বেগুড ফাউন্ডেশনের মাধ্যমে দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ২৫ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী বিয়ন্সে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ত্রাণ তহবিলে যাবে তাঁর অর্থ। অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য নিজের পোশাক দান করার ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। ইনস্টাগ্রামে অভিনেত্রী বলেন, ‘দুর্গত পরিবারের পাশে দাঁড়ানো এখন আমাদের প্রধান কাজ। আমি নিজের আলমারির সব পোশাক দিয়ে দিতে চাই।’

বিয়ন্সে। রয়টার্স ফাইল ছবি

এ ছাড়া ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে ওয়ার্নার মিউজিক ও ব্ল্যাভনিক ফাউন্ডেশন।

মেগানের শো স্থগিত
লাইফস্টাইল শো নিয়ে আসছেন মেগান মার্কেল, গত সপ্তাহেই ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। ‘উইথ লাভ, মেগান’ সিরিজটি আগামীকাল মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু দাবানলের কারণে শো স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। এটি এখন আগামী ১৫ মার্চ মুক্তি পাবে।

এক বিবৃতিতে মেগান বলেন, ‘নেটফ্লিক্সের প্রতি আমি কৃতজ্ঞ, তারা শোর মুক্তি পিছিয়েছে। যারা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে থাকাই এখন আমাদের প্রধান কাজ।’ প্রিন্স হ্যারিকে নিয়ে গত শুক্রবার নিজেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মেগান।