আল পাচিনো কি ভুল করলেন
অস্কার মঞ্চে সেরা সিনেমার পুরস্কার দিতে মঞ্চে ওঠেন অভিনেতা আল পাচিনো। তাড়াহুড়া করেই পুরস্কারের নাম ঘোষণা করেন। পুরস্কার তুলে দেন বিজয়ীর হাতে। কিন্তু বাদ যায় একনজরে মনোনয়ন দেখে নেওয়ার পর্বটি। এতেই সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, ভুল করেছেন আল পাচিনো। এই নিয়ে গার্ডিয়ানে ঘটনার ব্যাখ্যা দেন এই ‘গডফাদার’ তারকা।
মনোনয়ন ঘোষণা না করে এর আগে পুরস্কার ঘোষণা হয়নি। তাহলে হলিউডের জমকালো আয়োজনে কি আল পাচিনো আসলেই ভুল করে বসলেন? সেই প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘বিষয়টি আমি পরিষ্কার করতে চাই, আমি ইচ্ছাকৃতভাবে মনোনয়ন দেখে নেওয়ার পর্বটি বাদ দিইনি। অনুষ্ঠানজুড়েই পর্দায় সেরা সিনেমার মনোনয়ন দেখানো হয়েছে। সেখানে আলাদা করে মনোনয়ন দেখানোকে দৃষ্টিগোচর করার প্রয়োজন মনে করেননি অনুষ্ঠানের প্রযোজকেরা। তাঁদের কথামতোই আমাকে অংশটি উপস্থাপন করতে হয়েছে।’
তবে এ ঘটনায় অনেকেই মর্মাহত হয়েছেন। সেই খবর পেয়েছেন এই অভিনেতা। তিনি তাঁদের উদ্দেশে বলেছেন, ‘মনোনয়ন পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাঁদের পুরোপুরি স্বীকৃতি না দেওয়াটা আপত্তিজনক। সিনেমার সংশ্লিষ্ট নির্মাতা, অভিনেতা, প্রযোজক যাঁরা ভাবছেন, এর মধ্য দিয়ে আপনাদের তুচ্ছ করা হয়েছে, তাঁদের প্রতি আমার সহানুভূতি।’
গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি ১৩টি শাখায় মনোনয়ন পায়। অস্কারে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে সিনেমাটি। গতকাল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর।