কিয়ানুর চুরি যাওয়া সেই ঘড়ি উদ্ধার, দাম শুনলে চমকে যাবেন
হলিউড তারকা কিয়ানু রিভস ঘড়ি পছন্দ করেন। বিলাসবহুল ঘড়ির বড় সংগ্রহও আছে তাঁর। শুটিংয়ে সহকর্মীদের দামি ঘড়ি উপহার দিয়েও খবরের শিরোনামে এসেছেন ‘জন উইক’ তারকা। তবে গত বছর তাঁর সংগ্রহ থেকে একটি ঘড়ি চুরি যায়। সংগ্রহের প্রিয় ঘড়ি হারিয়ে ভীষণ মন খারাপ হয়েছিল অভিনেতার। নতুন খবর, ঘড়িটি অবশেষে পাওয়া গেছে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিনেতার বাড়ি থেকে চুরি যাওয়া ঘড়িটি উদ্ধার করা হয়েছে ৫ হাজার ৬০০ মাইল দূরে চিলি থেকে।
২০২৩ সালে কিয়ানু রিভসের বাড়ি থেকে চুরি হয়েছিল মূল্যবান ঘড়িটি। সেই ঘড়ি সম্প্রতি দক্ষিণ আমেরিকার চিলি থেকে উদ্ধার করেছে পুলিশ। সিএনএন জানিয়েছে, রোলেক্স কোম্পানির সেই ঘড়িটির মূল্য ৯ হাজার ডলার (প্রায় ১১ লাখ টাকা)।
চিলির পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সান্তিয়াগোতে তল্লাশি চালিয়ে তারা তিনটি ঘড়ি উদ্ধার করে। যার মধ্যে একটি ঘড়িতে কিয়ানুর নামের আদ্যক্ষর লেখা। সঙ্গে ‘জন উইক ৪’ও লেখা ছিল। বলাই বাহুল্য, ‘জন উইক’ সিরিজের সিনেমাগুলো কিয়ানুর চর্চিত ছবির মধ্যে অন্যতম।
যুক্তরাষ্ট্রের পুলিশের অভিযোগের ভিত্তিতে চিলির পুলিশ তদন্ত শুরু করে। তারপর একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা তিনটি ঘড়ি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এক ২১ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে। তবে প্রিয় ঘড়িটি উদ্ধারের পর অভিনেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০১৪ সাল থেকে এখন পর্যন্ত কিয়ানু অভিনীত চারটি ‘জন উইক’ মুক্তি পেয়েছে। অ্যাকশনধর্মী এই সিরিজের অন্যতম আকর্ষণ কিয়ানুর উপস্থিতি।