বব ডিলান হবেন শ্যালামে

টিমোথি শ্যালামে
রয়টার্স

৮১ বছরের জীবনে কত কীর্তিই না গড়েছেন! ১৯৫৯ সালে ক্যারিয়ার শুরুর পর গানের দুনিয়ায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বব ডিলান। সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন এই গীতিকবি। নন্দিত এই গায়ক, গীতিকারের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। আর বায়োপিকে তাঁর চরিত্রটি করবেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোথি শ্যালামে। খবর এএফপির
বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যম কুলিডারকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিলানের বায়োপিকে শ্যালামের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন পরিচালক জেমস ম্যানগোল্ড।

পরিচালক এ-ও জানান, চলতি বছরের আগস্টেই শুরু হবে ছবিটির শুটিং।
নিঃসন্দেহে বব ডিলানের বায়োপিকটি হতে যাচ্ছে ২৭ বছর বয়সী শ্যালামের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বব ডিলান
ছবি: সংগৃহীত

কারণ, ছবিটিতে গানও গাইবেন তিনি। ডিলানের বায়োপিক নিয়ে ইন্ডিয়ানা জোনসখ্যাত পরিচালক বলেন, বব ডিলানের গল্প বলার ব্যাপারটি দারুণ হবে। সেই ডিলান যে পকেটে মোটে দুই ডলার নিয়ে ১৯ বছর বয়সে নিউইয়র্কে এসেছিলেন, এরপর মাত্র তিন বছরের মধ্যেই হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা।

সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, ছবিতে ডিলানের সঙ্গে উডি গাথরি, পিট সিগার থেকে জোয়ান বায়েজের মতো চরিত্রগুলোও থাকবে। তবে এসব চরিত্রে কারা অভিনয় করবেন, তা জানা যায়নি।
২০২০ সাল থেকে বব ডিলানের বায়োপিক নিয়ে কাজ করছেন জেমস ম্যানগোল্ড, পরে এতে যুক্ত হন শ্যালামে। ছবিটি করার জন্য গিটারও শিখেছেন তিনি।

২০১৭ সালে কল মি বাই ইয়োর নেম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান তরুণ অভিনেতা শ্যালামে। ছবিটি তাঁকে সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন এনে দেয়। এরপর একে একে করেছেন লেডি বার্ড, লিটল ওমেন, ডিউন, বোনস অ্যান্ড অল-এর মতো প্রশংসিত সিনেমা।
বব ডিলানের বায়োপিকের মুক্তির দিন-তারিখ এখনো জানানো হয়নি।