একদিকে আরিয়ানা, অন্যদিকে জনসন

‘উইকেট’ ও ‘রেড ওয়ান’ সিনেমার পোস্টার। কোলাজ

একই দিনে হলিউডের দুটি ছবি আসছে বাংলাদেশের পর্দায়। একটি হলো মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকেড’, অন্যটি ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘রেড ওয়ান’। আগামীকাল ছবি দুটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জন এম চু পরিচালিত ‘উইকেড’-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর প্রমুখ। অন্যদিকে জেক কাসদান পরিচালিত ‘রেড ওয়ান’ ছবিতে আছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লাকি লিউ, জে কে সিমন্স।

মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরই মধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে ‘উইকেড’। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু।

‘উইকেট’ সিনেমার পোস্টার। আইএমডিবি

গল্পের মহাকাব্যের চাহিদা মেটাতে ছবিটিকে দুটি ভাগে ভাগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুটি চলচ্চিত্রের মূল চিত্রায়ণ ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল। ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে ব্যাহত হয়েছিল সিনেমাটির কাজ। অবশেষে এ বছরের জানুয়ারিতে ছবির কাজ শেষ হয়।

৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে ছবিটির প্রিমিয়ার হয়েছে। সেখানে সমালোচকদের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। ছবির অন্যতম চরিত্রে অভিনয় করে আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে গ্রান্দে বলেন, ‘প্রথম দিকে এই চরিত্রের জন্য আমি কিছুটা দ্বিধায় ছিলাম। কারণ, আমার কাছে গিন্ডা চরিত্রটি সম্পর্কে আগে কোনো স্পষ্ট ধারণা ছিল না। তাই দর্শকের কাছে এ চরিত্রটি আমি কতটা ফুটিয়ে তুলতে পারব, এ নিয়ে চিন্তিত ছিলাম। আমি সংগীতের মানুষ। আমার ভক্তরা আমাকে এ চরিত্রে দেখে কতটা আনন্দ পাবেন, তা নিয়েও ভাবনা ছিল। আমাকে যাঁরা মূলত পপ তারকা হিসেবে জানেন, তাঁদের পক্ষে এ চরিত্রটি দেখতে কিছুটা অস্বাভাবিক লাগতে পারে।’

অন্যদিকে অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি ‘রেড ওয়ান’। ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’ অভিনেতা ক্রিস ইভান্স অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান।

‘রেড ওয়ান’–এর দৃশ্য। আইএমডিবি

ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৫ নভেম্বর। ছবিটি দর্শকদের মনে করিয়ে দিচ্ছে যে ক্রিসমাস আসন্ন।

আরও পড়ুন

এই ছবিতে জনসন ও ইভান্স এমন একটি মিশনে অংশ নেন, যেখানে তাঁদের লক্ষ্য সান্তা ক্লজকে উদ্ধার করা। ছবিতে জেকে সিমন্স সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কমেডি, অ্যাকশন ও হলিডে ম্যাজিকের মিশ্রণে একটি উপভোগ্য সিনেমা হতে পারে এটি।