বাঁচতে চেয়েছিলেন শ্যানেন, কিন্তু শেষরক্ষা হলো না

শ্যানেন মারিয়া ডোহার্টি
এএফপি

এবার ক্যানসার কেড়ে নিল হলিউড অভিনেত্রী শ্যানেন মারিয়া ডোহার্টিকে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেত্রী। আমেরিকান টেলিভিশন ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিনেত্রী শ্যানেন মারিয়া।

শ্যানেন মারিয়া ডোহার্টি
ছবি: ফেসবুক

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত রোববার অভিনেত্রীর মৃত্যুসংবাদ দেন তাঁর মুখপাত্র লেসলি স্লোন। এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বহু বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শনিবার প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে শোবিজ অঙ্গনে।

শ্যানেন মারিয়া ডোহার্টি
ছবি: ফেসবুক

২০১৫ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন শ্যানেন। পরবর্তী সময়ে ২০২৩ সালে পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ক্যানসার রোগটি মস্তিষ্ক ও হাড়ে আরও ছড়িয়ে গেছে। তখন শ্যানেনের ক্যানসার চতুর্থ ধাপে পৌঁছে গিয়েছিল। এমনকি মারা যেতে চান না​ বলেও জানিয়েছিলেন শ্যানেন। তবে তাঁর ইচ্ছা অধরাই রয়ে গেল। দীর্ঘ সময় চিকিৎসার পরও সুস্থ হতে পারেননি তিনি। শনিবার শেষ হলো অভিনেত্রীর লড়াই।

২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন শ্যানেন
ছবি: ফেসবুক

মূলত ‘বেভারলি হিলস ৯০২০১০’ টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন শ্যানেন। নব্বইয়ের দশকে ছোট পর্দার জনপ্রিয় শো ছিল ‘বেভারলি হিলস ৯০২০১০’। সেই ধারাবাহিকেই হাইস্কুলের ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’এর চরিত্রে তাঁর অভিনয় মন ছুঁয়ে যায় ভক্তদের। যদিও ১৯৯৪ সালে ‘বেভারলি হিলস’–এর ৪ নম্বর সিজনের সময় ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন শ্যানেন।

পরবর্তী সময়ে ‘চার্মড’ সিরিজে কাজ করেও নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন অভিনেত্রী। যদিও তৃতীয় সিজনের সময় সিরিজটি ছেড়ে দেন তিনি। নব্বইয়ের দশকে ‘অলমোস্ট ডেড’ ও ‘মালারটস’ সিনেমায় অভিনয় করেন শ্যানেন। ২০০২ ও ২০০৩ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর ‘দ্য রেন্ডারিং’ ও ‘ভিউ অব টেরর’ সিনেমাটি।