২০ কেজি ওজন ঝরিয়ে মিন্ডি কালিং, মেকআপহীন লেডি গাগা আরও যারা অস্কারে দ্যুতি ছড়ালেন

অস্কার মানে লালগালিচায় তারকাদের বর্ণিল রূপ। কেউ আলোচনায় আসেন পোশাক দিয়ে, কেউ সাজসজ্জা দিয়ে। এবার অস্কারে অবশ্য প্রথাগত গালিচা ছিল না, গালিচা ছিল শ্যাম্পেন রঙের। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক অস্কারের গালিচায় হাজির হয়ে আলোচিত তারকাদের
১ / ১৫
‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’-এ অভিনেত্রীর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। শ্যাম্পেনরঙা গালিচায় তাঁকে দেখা যায় সাদা পোশাকে
রয়টার্স
২ / ১৫
স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছিল ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে অস্কারে এসেছিলেন নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই
রয়টার্স
৩ / ১৫
অস্কার মনোনয়ন পেয়েছিলেন রিয়ানা। পুরস্কার না জিতলেও কালো পোশাকে নজর কাড়েন তিনি, কিছুদিন আগেই সুপার বৌলে দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন গায়িকা
রয়টার্স
৪ / ১৫
কয়েক দিন আগেই ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ মডেল-অভিনেত্রী কারা ডেলেভিন জানিয়েছেন, মদ্যপান ছাড়তে পুনর্বাসন কেন্দ্রে গিয়েছেন তিনি, এবার লালগালিচা না থাকলেও ডেলেভিন নিজে হাজির হয়েছিলেন লাল পোশাকে
রয়টার্স
৫ / ১৫
২০ কেজির বেশি ওজন ঝরিয়ে অস্কারে চমকে দিয়েছেন মার্কিন অভিনেত্রী মিন্ডি কালিং
রয়টার্স
৬ / ১৫
কালো পোশাকে লেডি গাগার মেকআপহীন লুক ভক্তদের প্রশংসা কুড়িয়েছে
রয়টার্স
৭ / ১৫
মেয়ে ভ্যালেন্তিনার সঙ্গে মিলিয়ে লাল পোশাকে পাওয়া যায় অভিনেত্রী সালমা হায়েককে
রয়টার্স
৮ / ১৫
অস্কার মনোনীত অভিনেতা কলিন ফারেল এসেছিলেন ১৩ বছর বয়সী ছেলে হেনরিকে নিয়ে
রয়টার্স
৯ / ১৫
এই সময়ের আলোচিত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ এসেছিলেন গাউন, কালো শর্টস আর প্ল্যাটফর্ম শু পরে
রয়টার্স
আরও পড়ুন
১০ / ১৫
বেগুনি পোশাকে নজর কেড়েছেন অ্যাঞ্জেলা বাসেট
রয়টার্স
১১ / ১৫
আনা ডে আরমাসের ছবি ‘ব্লন্ড’ পুরস্কার জেতেনি, অভিনেত্রীকে অবশ্য পাওয়া যায় এভাবেই
রয়টার্স
আরও পড়ুন
১২ / ১৫
একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট। জনজন জানান, তাঁর পোশাক পছন্দ করে দিয়েছেন মেয়ে
রয়টার্স
১৩ / ১৫
সাদা পোশাকে ঝলমলে হ্যালি বেরি
আরও পড়ুন
১৪ / ১৫
সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত মিশেল উইলিয়ামসও এসেছিলেন সাদা পোশাকে
রয়টার্স
১৫ / ১৫
সাদা পোশাকে দেখা যায় সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া ব্রিটিশ অভিনেতা পল ম্যাসকলকে
রয়টার্স