‘তাকে আমি অবিশ্বাস্য রকম ভালোবাসি’ বলার পরের বছরই ছাড়াছাড়ি
নব্বইয়ের দশকে আলোচনায় ছিল হলিউডের দুই নায়ক–নায়িকার প্রেম। তাঁদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে নায়কের কাছে ভালোবাসা জীবনের অপর নাম হয়ে দাঁড়ায়! অভিনেতা ম্যাট ডিলনের কাছে তখন ক্যামেরন ডিয়াজ হয়ে দাঁড়ায় ‘অবিশ্বাস্য রকম ভালোবাসা’র অপর নাম। সেই ভালোবাসার সম্পর্কে এক বছর পরেই হঠাৎ করে চিড় ধরে। ডিলনের জন্মদিনে দেখে নিতে পারেন সেই সম্পর্কের শুরু–শেষ।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫