নেটফ্লিক্সে কী দেখেছেন দর্শকেরা

বিভিন্ন দেশ থেকে নিয়মিত দর্শকেরা ঢুঁ মারেন নেটফ্লিক্সে। বিভিন্ন দেশের সিনেমা ও সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। এ তালিকায় দর্শকেরা হলিউডের বাইরে সবচেয়ে বেশি কোন সিনেমাগুলো দেখেছেন; একনজরে দেখে নিতে পারেন।
১ / ৫
পোল্যান্ডের কমেডি ও ড্রামা জনরার সিনেমা ‘ইনহেরিটেন্স’ এই তালিকায় শীর্ষে রয়েছে। সিনেমাটির আইএমডিবি রেটিং যদিও গড়পড়তা ৫। মুক্তির পর থেকে এটি দেখেছেন ৮২ লাখ দর্শক।
ছবি: আইএমডিবি
২ / ৫
ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা ‘মহারাজ’ নেটফ্লিক্সে দেখেছেন দর্শক। সবচেয়ে বেশি দেখা তালিকায় ২ নম্বরে রয়েছে সিনেমাটি। আইএমডিবি রেটিং ৬.৪।
ছবি: আইএমডিবি
৩ / ৫
ফ্রান্সের অ্যাকশন ও হরর জনরার সিনেমা ‘আন্ডার প্যারিস’ গত জুনে মুক্তি পায়। সিনেমাটি নিয়ে নেটফ্লিক্সের দর্শকদের আগ্রহ দেখা গেছে। এর রেটিং ৫.২। ২৫ হাজার দর্শক সিনেমাটিকে ভোট দিয়েছেন।
ছবি: আইএমডিবি
৪ / ৫
শুধু সিনেমা নয়, মুক্তির এক সপ্তাহের মাথায় আলোচনায় আসে ‘দ্য এক্সিডেন্টাল টুইনস’ তথ্যচিত্র। কলাম্বিয়ার তথ্যচিত্রটি আইএমডিবি রেটিং ৭.২। এটি দেখেছেন ২০ লাখ দর্শক।
ছবি: আইএমডিবি
৫ / ৫
গত সপ্তাহে ১৮ লাখ দর্শক দেখেছেন ‘ড্রয়িং ক্লোজার।’ এটি মুক্তি পায় ২৭ জুন। জাপানের সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৪।
ছবি: আইএমডিবি