এক তরুণী এই অভিনেতার বিয়ের খবর শুনে আত্মহত্যা করেন

অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা দিয়েই পরিচিতি পান জ্যাকি চান। আজ এই অভিনেতার জন্মদিন। ১৯৫৪ সালের ৭ এপ্রিল হংকংয়ে তিনি জন্মগ্রহণ করেন। মার্শাল আর্টিস্ট থেকে তাঁর সিনেমার অভিনেতা হওয়ার গল্পটিও আলাদা। বিশেষ এই দিনে তাঁকে নিয়ে জানতে পারেন জানা-অজানা কথা-
১ / ৫
শুটিংয়ে বেশির ভাগ ঝুঁকি নিয়েই কাজ করেন। এ জন্য একাধিকবার তিনি দুর্ঘটনা পড়েছেন। ১৯৮৬ সালে ‘আর্মর অব গড’ সিনেমার শুটিংয়ের সময় একটি দুর্ঘটনার তাঁর মাথায় স্থায়ী ছিদ্র হয়ে যায়। যেটা এখনো রয়েছে।
ছবি: আইএমডিবি
২ / ৫
সিনেমায় অভিনয় করা তাঁর কাছে সহজ। তবে সবচেয়ে বেশি কঠিন সিনেমায় ইংরেজিতে সংলাপ দেওয়া। এই নিয়ে শুটিংয়ে অনেক মজার ঘটনাও ঘটে।
ছবি: আইএমডিবি
৩ / ৫
তিনি প্রায়ই বলেন, ‘মানুষ আমাকে নিয়ে বাড়াবাড়ি করে। বলে, “জ্যাকি, তুমি বিস্ময়, কিংবদন্তি।”কথাটা শুনতে কিন্তু বেশ শ্রুতিমধুর! কিন্তু আমি আসলে তেমন কিছু নই, নিতান্তই সাধারণ এক মানুষ।’
ছবি: আইএমডিবি
৪ / ৫
এই অভিনেতার ভক্তদের মধ্যে বেশ পাগলামি রয়েছে। বেশ আগে জ্যাকি চানের নামে ফ্যান ক্লাব চালু করেন ভক্তরা। সেখানে ১০ হাজার সদস্য ছিল। এই ভক্তদের মধ্যে বেশির ভাগই ছিলেন তরুণী। এক তরুণী এই অভিনেতার বিয়ের খবর শুনে আত্মহত্যা করেন। এই গ্রুপের আরেকটি তরুণী আত্মহত্যা চেষ্টা করলে তাঁকে পরে বাঁচানো যায়।
ছবি: ফেসবুক
৫ / ৫
১৯৭০-এর দশকে তিনি অভিনয় শুরু করেন। এই অভিনেতা সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ‘রাশ আওয়ার’, ‘সাংহাই নুন’, ‘হু অ্যাম আই?’, ‘পুলিশ স্টোরি’, ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’, ‘দ্য কারাটে কিড’, ‘দ্য ফরবিডেন কিংডম’ সিনেমাগুলো দিয়ে।
ছবি: আইএমডিবি