অস্কার ২০২৩: পুরস্কার না জিতলেও যে কারণে ভক্তদের মন জিতলেন লেডি গাগা
পূর্বনির্ধারিত শুটিং সূচি থাকায় অস্কারের আসরে দেখা যাবে না গায়িকা-অভিনেত্রী লেডি গাগাকে—এমনটাই আগে জানা গিয়েছিল। অস্কারের প্রধান নির্বাহীর বিবৃতি মিথ্যা প্রমাণ করে চমকে দিয়ে ৯৫তম অস্কারের মঞ্চে ঠিকই হাজির হন গাগা।
এবার সেরা মৌলিক গান ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন গাগা। পুরস্কার না পেলেও অস্কারের লাল গালিচায় পড়ে যাওয়া আলোকচিত্রীকে উদ্ধার করে গিয়ে ভক্তদের মন জিতেছেন তিনি। খবর পেজ সিক্সের।
কনসার্ট বা পুরস্কার অনুষ্ঠানে নানা উদ্ভট সাজে হাজির হওয়ার দুর্নাম আছে লেডি গাগার। তবে এবার তিনি এসেছিলেন সাধারণ পোশাকে, মেকআপ ছাড়াই। কালো পোশাকের সঙ্গে মানানসই লাল লিপস্টিকে গাগার সাজ প্রশংসা কুড়িয়েছে।
তবে গাগা এদিন আলোচনায় এক আলোকচিত্রীকে উদ্ধার করতে গিয়ে। অস্কারের মূল মিলনায়তনে যাচ্ছিলেন গাগা, হঠাৎ দেখেন তাঁর পাশে থাকা এক আলোকচিত্রী পড়ে গেছেন। গাগা দৌড়ে যান তাঁকে সাহায্য করতে। পরে সেই আলোকচিত্রী যখন জানান তিনি ঠিক আছেন, গাগা তখন নিজের গন্তব্যে রওনা হন।
পরে অস্কারে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার গান ‘হোল্ড মাই হ্যান্ড’ পারফর্ম করেন লেডি গাগা। এ গানটির জন্যই সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি।