২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অস্কারে ‘চড়’ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছেন আয়োজকেরা

উইল স্মিথ ও জেডা পিঙ্কেট স্মিথ
ছবি: সংগৃহীত

গত বছর স্ত্রীকে নিয়ে রসিকতা করার কারণে অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। এ ঘটনায় হতবাক হয়েছিল পুরো বিশ্ব। পরে অবশ্য স্মিথ এ ঘটনায় ক্ষমা চান। একাডেমি কর্তৃপক্ষও তাঁকে অস্কারে নিষিদ্ধ করে। চলতি বছর অস্কারে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে প্রস্তুতি নিয়েছে একাডেমি।

আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত অনুষ্ঠানে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।  
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রধান নির্বাহী বিল ক্রেমার এক সাক্ষাৎকারে জানিয়েছেন অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে ব্যবস্থা নিয়েছেন তাঁরা। অস্কারে চড়

আরও পড়ুন

বিল ক্রেমার বলেন, ‘এবার আমাদের ক্রাইসিস টিম নামে একটি বিশেষ দল গঠন করেছি। এ ধরনের ব্যবস্থা আগে কখনো ছিল না। ক্রাইসিস টিম নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। সব সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে না। তবে সম্ভাব্য সব উপায়ে বিতর্কিত পরিস্থিতি এড়াতে এবার কাজ করবে এই দল।’

‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার দৃশ্য
ছবি : সংগৃহীত

গত বছরের ওই ঘটনার পর এবার একাধিকবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করা জিমি কিমেলকে চলতি বছর অস্কার সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
এবারের অস্কারে সর্বোচ্চ ১১টি শাখায় মনোনয়ন পেয়েছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স’।

আরও পড়ুন