বেলা হাদিদ গর্বিত ফিলিস্তিনি
প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্যের পরিমাপ করা হয় ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’ দিয়ে। এ পরিমাপে ৯৪ দশমিক ৩৫ শতাংশ নম্বর পেয়েছেন ২৩ বছর বয়সী সুপারমডেল বেলা হাদিদ। অর্থাৎ রীতিমতো অঙ্ক কষে তিনিই বিশ্বের সেরা সুন্দরী। শুধু তা-ই নয়, এর আগে কোনো নারী এত নম্বর পাননি! অন্যদিকে মডেলস ডটকম নানা হিসাব-নিকাশ করে বিশ্বের সেরা মডেলদের তালিকার একেবারে প্রথম সারির একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিন-ডাচ-মার্কিন এই মডেলকে।
সম্প্রতি বেলা হাদিদ ইনস্টাগ্রামে তাঁর বাবার পাসপোর্টের ছবি শেয়ার করেছেন। সেখানে জন্মস্থানের জায়গায় লেখা, ফিলিস্তিন। এই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে বেলা ক্যাপশনে লিখেছেন, ‘আমি একজন গর্বিত ফিলিস্তিনি।’ আর ইনস্টাগ্রাম করেছে কী, সেই ছবি নিজ দায়িত্বে ডিলিট করে ফেলেছে। এতে বেজায় খেপেছেন বেলা। নিজের মার্কিন পাসপোর্টের ছবি তাঁর ৩ কোটি ১৫ লাখ ভক্তের সঙ্গে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি কেবল বলেছি, আমার বাবার জন্ম ফিলিস্তিনে। সেই “অপরাধে” ইনস্টাগ্রাম আমার পোস্ট মুছে ফেলল? কোন অধিকারে? তাহলে কি ফিলিস্তিনের মানুষদের জন্য ইনস্টাগ্রাম নয়? এভাবে মানুষকে চুপ করিয়ে রাখা যায় না। এভাবে ভৌগোলিক সীমানা থেকে ইতিহাস আর বর্তমানকে মুছে ফেলা যায় না।’
এমন পোস্টের পর পরিস্থিতি বুঝে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের এক মুখপাত্র দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের ভুল আমরা স্বীকার করে নিচ্ছি। আসলে এখানে ছোট্ট ভুল-বোঝাবুঝি হয়েছে। সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনস্টাগ্রাম মানুষের ব্যক্তিগত তথ্য গোপন রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। পাসপোর্টের ছবিতে পাসপোর্ট নম্বর থাকে। কিন্তু আমরা ভুলবশত খেয়াল করিনি যে পাসপোর্ট নম্বর ঝাপসা করে দেওয়া হয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’