‘এর চেয়ে সুন্দর সুখের স্মৃতি হতে পারে না’
প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর তারকা জরিপে মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। দর্শকের ভোটে নির্বাচন করা হয়েছে এই তালিকা। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক মনোনয়ন পেয়ে তাঁদের অনুভূতি। গ্রন্থনা: মইনুল ওয়াজেদ
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
নুসরাত ইমরোজ তিশা (`সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি')
অটোবায়োগ্রাফি বিশেষ একটি সিনেমা। কারণ, এ ছবি দিয়েই আমার লম্বা বিরতির পর কাজে ফেরা, সরয়ারের প্রথম অভিনয়, কাহিনিকার হিসেবে পরিচিতি পাওয়া, সহপ্রযোজক হিসেবে থাকা। এমন একটি স্পেশাল ফিল্মে অনেক দিন পর দর্শকের ভোটে মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়ে সত্যি অনেক আনন্দিত। দর্শকের ভালোবাসা সব সময় ভালো লাগে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
পূজা চেরি (`জ্বীন')
জ্বীন ছবির জন্য এবার মনোনয়ন পেয়েছি। পুরস্কার পাই কিংবা না পাই, মনোনয়ন পাওয়াটা অনেক সম্মানের। প্রতিবছর অপেক্ষা করি এই অনুষ্ঠানের জন্য। আশা করি, ভালো কিছু হবে।
বিদ্যা সিনহা মিম (`অন্তর্জাল')
দর্শকের ভোটে মনোনয়ন পেয়ে অনেক ভালো লাগছে। অন্তর্জাল ছবির জন্য ভালোবেসে দর্শক আমাকে চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত নিয়ে এসেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ভালো লাগছে মানুষ ছবিটি পছন্দ করেছেন, দেখেছেন, এই ছবির জন্য আমি মনোনয়ন পেয়েছি। অনেক ভালো লাগছে।
শবনম বুবলী (`প্রহেলিকা')
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৩–এ দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেয়ে সত্যি খুব ভালো লাগছে। কারণ, এত বড় পরিসরে এই চমৎকার আয়োজন সব সময় খুব উপভোগ করি। তাই সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়াকে অনেক বড় সম্মানের বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ জানাই মেরিল–প্রথম আলোকে এবং আমার প্রিয় দর্শকদের আমাকে ভোট দেওয়ার জন্য।
সেরা চলচ্চিত্র অভিনেতা: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
আফরান নিশো (`সুড়ঙ্গ')
সুড়ঙ্গ আমার জন্য অন্যরকম অনুভূতি ও আবেগের নাম। এই ছবি দিয়ে প্রথম বড় পর্দায় পদার্পণ। ক্যারিয়ারের দীর্ঘ জার্নির পরে আমার প্রথম ছবি সুড়ঙ্গ। অনেক প্রস্তুতি নিয়েছি, দর্শক পছন্দ করেছেন, সিনেমা হলে দর্শকের ভিড় ছিল, ওটিটিতেও ভালো সাড়া ফেলেছে। সবকিছু মিলিয়ে এর চেয়ে সুন্দর সুখের স্মৃতি হতে পারে না। আমি পুরো টিমকে ধন্যবাদ দেব। এই ছবির জন্য মনোনয়ন পেয়ে ধন্যবাদ দেব দর্শকদের, যাঁরা আমাকে ভোট দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন।
আরিফিন শুভ (`মুজিব: একটি জাতির রূপকার')
মনোনয়ন পেয়ে ভালো লাগছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।
শাকিব খান (`প্রিয়তমা')
প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিয়াম আহমেদ (`অন্তর্জাল')
যাঁদের জন্য চূড়ান্ত মনোনয়ন পেলাম, তাঁদের অনেক ভালোবাসা। ভক্তরা ভালোবাসেন বলেই কাজ করার সাহস পাই। যাঁরা মনোনয়ন পেয়েছেন এবং যিনি পুরস্কার পাবেন, তাঁর জন্য রইল অভিনন্দন।