নতুন গানে কী বার্তা দিলেন সিঁথি
পয়লা বৈশাখ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। গানের শিরোনাম ‘তোর লাইগা’। গানটিতে তাঁর সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন গায়ক মাস্টার ডি। গানটির বাংলা কথা লিখেছেন সৈয়দ আতিক। গানটি তারই ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ১৩ এপ্রিল।
নতুন গান নিয়ে প্রথম আলোকে সিঁথি সাহা বলেন, ‘গানটি আমার জন্য বিশেষ, কারণ আমার সন্তান যখন গর্ভে, তখন গানটির ভিডিও চিত্রে আমি অংশ নিই। গর্ভাবস্থায় কোনো কাজ করা যাবে না, এমন একটা কথা আমাদের এখানে প্রচলিত আছে। এ গানটির মাধ্যমে সবার প্রতি আমি একটা বার্তা দিতে চেয়েছি, গর্ভাবস্থায়ও কাজ করা যায়।’
গানটি নিয়ে তিনি বলেন, ‘বরাবরই একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা থাকে। সুযোগ পেলে গান নিয়ে এক্সপেরিমেন্ট করি। এরই ধারাবাহিকতায় “তোর লাইগা” গানটি করা। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার।’
চলতি বছরের শুরুতে তাহসান খানের সঙ্গে ‘একা ঘর আমার’ গানটি গেয়ে বেশ প্রশংসিত হন সিঁথি সাহা। সম্প্রতি বলিউডের আলোচিত সংগীতশিল্পী সেলিম মার্চেন্টের সঙ্গে প্রকাশ পেয়েছে তাঁর গান ‘বৃষ্টিবিলাস’। এ ছাড়া শাফকাত আমানত আলী ও অনুপ জালোটার সঙ্গে গাওয়া আরও কিছু গান ও গজল প্রকাশের অপেক্ষায় আছে। এর বাইরে সিনেমার প্লেব্যাক ও নাটকের গানে পাওয়া যাচ্ছে নিয়মিত।