মুক্তির তারিখও জানতাম না: বাপ্পী চৌধুরী
কমল সরকার পরিচালিত ‘পাগলামী’ ছবিটি কিছুটা নীরবেই মুক্তি পেয়েছে গত শুক্রবার। এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ছবির প্রচার ও অন্যান্য কাজ নিয়ে কথা হলো সম্প্রতি।
কোনো ধরনের প্রচার ছাড়াই মুক্তি পেল ‘পাগলামী’?
আমি জানি না। কারণ, মুক্তির প্রচারের বিষয়ে কিছুই বলা হয়নি। মুক্তির তারিখও জানতাম না। শেষ মুহূর্তে জেনেছি। ৩৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা শুনেছি।
ব্যক্তিগতভাবেও নিজের ছবির প্রচার করতে পারতেন?
বাবা অসুস্থ। আমি ভারতে ছিলাম। সেখান থেকে থাইল্যান্ডে গিয়েছিলাম। বৃহস্পতিবার দেশে ফিরেছি।
সাড়া কেমন?
ওভাবে বলতে পারব না। সাধারণত নতুন ছবি মুক্তির প্রথম দিন শুক্রবার ভালো দর্শক পাওয়া যায়। ছবির গানের প্রশংসা শুনেছি।
আপনার নায়িকা কলকাতার শ্রাবণী। কাজের অভিজ্ঞতা কেমন?
ভালো। ওদের পেশাদারত্বের জায়গাটা শক্ত। ছবিটির কাজ ঠিকঠাকমতো করতে পারলে ভালো একটি কাজ হতো।
ঠিকঠাক হয়নি?
না। ছবির পুরো শুটিং করার কথা ছিল ভারতে। শুরুতে শুনেছিলাম একটানা কাজ করে মুক্তি দেওয়া হবে। পরে ভারতে আর শুটিং করা হয়নি। পুরো শুটিং ঢাকা ও কক্সবাজারে হয়েছে। টানা কাজও হয়নি। প্রায় এক বছর পর ছবিটি মুক্তি দেওয়া হলো।
পূজায় আপনি ও অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি মুক্তি পাওয়ার কথা?
শেষ পর্যন্ত ছবিটি পূজাতে মুক্তি দেওয়া যাচ্ছে না। কারণ, ছবির কাজ শেষ করা যায়নি। অপু বিশ্বাসের শিডিউল মেলেনি। ছবির জন্য গাওয়া কুমার শানুর একটি গানের শুটিং বাকি ছিল। গতকাল রোববার থেকে পানাম সিটিতে শুটিং শুরু হয়েছে গানটির।
দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ ছবির খবর কী?
প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবর মাসে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।
শেষ তিন প্রশ্ন
সিনেমা ছাড়া আর কী করতে চান?
ব্যবসা করব।
শাকিব খান, আরিফিন শুভ, সিয়ামের ছবি একই দিনে মুক্তি পেলে কারটা আগে দেখবেন?
যার ছবির শো আগে চলবে।
দেশের বাইরে ঘুরতে গেলে সিনেমার কাকে নিতে চান?
কাউকে নেব না।