বিয়ের পর নিজের রুমটা হারিয়ে গেছে: তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব
তৌসিফ মাহবুব

তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যস্ত আছেন ঈদের নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় নিয়ে। আজ দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে তাঁর একটি টেলিছবি ও নাটক। এই দুটির পাশাপাশি নতুন সংসারজীবন নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

আজ দুটি চ্যানেলে আপনাকে দেখা যাবে।
হ্যাঁ, আজ বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিছবি ‘সিগন্যাল’। বিদ্যুৎ রায়ের রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। আর ‘পেনসিলে আঁকা জীবন’ আরটিভিতে প্রচারিত হবে রাত ৮টায়। এস এম তারেক রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। দুটি নাটকই আমার খুব পছন্দের। এর মধ্যে সিগন্যাল-এর শুটিং করেছি গত মাসের মাঝামাঝি। আর পেনসিলে আঁকা জীবন-এর শুটিং করেছি কিছুদিন আগে।

‘সিগন্যাল’ টেলিছবিতে আপনি ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। কেমন অভিজ্ঞতা হলো?
আসলে এ ধরনের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা আমার আগে ছিল না। সিগন্যাল টেলিছবিতে চিত্রনাট্য হাতে পাওয়ার পর প্রস্তুতি নেওয়ার জন্য খুব কম সময় পেয়েছিলাম। যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমার ক্ষমতার মধ্যে সেরাটুকু করার। একটু কঠিন চরিত্র। ট্রাফিক পুলিশের কিছু ধরন আছে। কথা বলার কিছু ধরন আছে। এটা রপ্ত করতে একটু সময় লেগেছে।

আপনাকে বেশি দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। অন্য চরিত্রে দেখা যায় না কেন?
আসলে দর্শক বোধ হয় আমাকে অন্য চরিত্রে নিতে পারেন না। এ কারণে আমাকে বেশির ভাগ সময় একই রকম চরিত্রে বেশি দেখা যায়। কিন্তু আমি গত বছরের মাঝামাঝি সময় থেকে চেষ্টা করছি নিজেকে নিয়মিত ভাঙার। নানা ধরনের চরিত্রে কাজ করছি। সবশেষে হলো ট্রাফিক পুলিশের চরিত্র।

অভিনয় নিয়ে পরিকল্পনা কী?
অভিনয় দিয়ে নিজেকে ভাঙতে চাই। এ কারণে এখন একক নাটকে বেশি অভিনয় করছি। প্রতিনিয়ত নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আর এখন সুবিধা হলো, সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি দর্শকের সাড়া পাওয়া যায়। আগে দর্শকেরা লিখতেন ‘দেখতে সুন্দর। ভালো।’ এখন লেখেন ‘গুড অ্যাক্টর’। এটা দেখে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার লক্ষ হলো একজন ভালো অভিনেতা হওয়া। মানুষ যাতে মনে রাখে।

বিয়ের পর নিজের জীবন থেকে কী হারিয়ে গেছে?
নিজের রুমটা হারিয়ে গেছে। এখন স্ত্রীর সঙ্গে রুম শেয়ার করতে হয়।

স্ত্রী নায়িকা হলে নায়ক হিসেবে কাকে নিতে পরিচালককে অনুরোধ করবেন? সিয়াম নাকি জোভান?
সিয়াম।

কাকে এগিয়ে রাখবেন, সাবিলা নূর নাকি মুমতাহিনা টয়া?
আগে সাবিলা নূর পরে মুমতাহিনা টয়া।