বিনোদন অঙ্গন আমার দ্বিতীয় বিকল্প

রাফাহ্ নানজিনা তোরসা।  ছবি: সংগৃহীত
রাফাহ্ নানজিনা তোরসা। ছবি: সংগৃহীত
>

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ হয়েছেন চট্টগ্রামের মেয়ে রাফাহ্ নানজিনা তোরসা। গত শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তাঁর নাম ঘোষণা করা হয়। আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যে অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ড ২০১৯–এ অংশ নেবেন তিনি। বিদেশের প্রস্তুতি ও আগামীর ভাবনা নিয়ে কথা বলেছেন বিজয়ী সুন্দরী।

দেশসেরা সুন্দরী হয়ে কেমন লাগছে?
যখন নিজের নাম ঘোষণা হতে শুনলাম, খুব রোমাঞ্চিত হয়েছি। এটাও ভেবেছি, মুকুটের পাশাপাশি অনেক দায়িত্ব এসে পড়ল।

মিস ওয়ার্ল্ড হওয়ার লড়াইয়ে আসতে ইচ্ছা হলো কেন?
আমি প্রথম থেকে দেখছি, মিস ওয়ার্ল্ড-এর লক্ষ্য মানুষের সেবা। মানুষের কল্যাণে কাজ করা। মানুষকে শুধু দেখতে সুন্দর হলেই চলে না, মনটাও সুন্দর হতে হবে। বিশ্ব মানবতার জন্য কাজ করতে হবে। আমি আগে থেকেই মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। সে জন্যই এই প্রতিযোগিতায় আসা।

প্রথম কাজ কী হবে আপনার?
শুরুতেই শিক্ষা নিয়ে কাজ করতে চাই। ১১ বছর বয়স থেকে আমি লায়ন ফাউন্ডেশনের অধীনে এডুকেশন ফর লাইফসহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছি।

প্রতিযোগিতার দিনগুলোর অভিজ্ঞতা কেমন ছিল?
এখানে যাঁরা এসেছিলেন, তাঁরা সবাই মেধাবী। প্রত্যেকেরই আলাদা পরিচয় আছে। সবার কাছ থেকে শিখেছি। তা ছাড়া প্রশিক্ষকের কাছ থেকে প্রতিদিনই শিখেছি। যেকোনো কাজের জন্য অধ্যবসায় থাকতে হয়, লক্ষ্য থাকতে হয়। তা না হলে, গেম হাতছাড়া হয়ে যায়।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশে লড়তে আপনাকে উৎসাহিত করেছেন কে?
আমার মা। পাশাপাশি আমার বন্ধু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সংস্কৃতি অঙ্গনের স্বজনেরা আমাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন।

এখন আপনি কী করছেন?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে লেখাপড়া করছি। পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সামাজিক কাজ করছি।

সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত কবে থেকে?
সাড়ে তিন বছর বয়স থেকে। বাবা একজন সংগীতশিল্পী ও লেখক ছিলেন। ২০১৪ সালে তিনি মারা গেছেন। মা সংগীতশিল্পী ও আবৃত্তিকার।

সুন্দরী প্রতিযোগিতা থেকে বেশির ভাগ নারী বিনোদন অঙ্গনে কাজ করছেন। আপনি করবেন না?
আমার ভাবনাটা ভিন্ন। আমি মিস ওয়ার্ল্ডের লক্ষ্য–উদ্দেশ্যকে ভালোবেসেই প্রতিযোগিতায় এসেছিলাম। সুতরাং নিজেকে আগে মানবতার সেবায় নিয়োজিত করতে চাই। দেশকে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য। বিনোদন অঙ্গনে কাজ করলেও করতে পারি, তবে এখনই না। বিনোদন অঙ্গন আমার দ্বিতীয় বিকল্প।

মিস ওয়ার্ল্ডের জন্য প্রস্তুতি কেমন?
পৃথিবীর বহু দেশের চ্যাম্পিয়নরা এখানে লড়বেন। বিষয়টি অনেক বড়। নিজের যে দুর্বলতাগুলো আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করব। লক্ষ্য নিয়ে এগোতে নিজেকে যেভাবে প্রস্তুত করা দরকার, সেভাবেই করতে চাই।