‘আপনাকে সাফা কবিরের মতো লাগছে, আপনি কি সাফা কবির?’

বিজ্ঞাপন দিয়েই হঠাৎ করে অভিনয়ে পা রাখেন সাফা কবির
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন দিয়েই হঠাৎ করে অভিনয়ে পা রাখেন সাফা কবির। তারপরে ‘অ্যাট এইটিন অলটাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত পান। তারপর থেকে শুরু হয়েছে অভিনয়–ক্যারিয়ার নিয়ে দৌড়। গতকাল ছিল এই অভিনেত্রীর জন্মদিন।

প্রশ্ন :

শুভ জন্মদিন?

ধন্যবাদ।

প্রশ্ন :

দিনটি কীভাবে কাটালেন?

কাছের বন্ধু ও পরিবারের লোকজন দিনের শুরুতেই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছেন। অনেকগুলো কেক কাটতে হয়েছে। কিন্তু দিনটি কেন যেন উদ্‌যাপন করতে ইচ্ছা করে না।

প্রশ্ন :

দিনটি কখনো উদ্‌যাপন করেননি?

আমার কাছে মনে হয় বয়স বেড়ে যাচ্ছে, এটা উদ্‌যাপন করার কী আছে। তারপরও ঘরোয়াভাবে উদ্‌যাপন করতে হয়। এসব নিয়ে প্রতি জন্মদিনেই বন্ধুদের সঙ্গে মান–অভিমান হয়।

অভিনয় শুরুর আগে নিজেদের মধ্যেই জন্মদিনের কেক কাটা হতো।
ফেসবুক

প্রশ্ন :

অভিনয় শুরুর পরের জন্মদিনগুলোতে কী ধরনের পরিবর্তন এনেছে?

অভিনয় শুরুর আগে নিজেদের মধ্যেই জন্মদিনের কেক কাটা হতো। এখন জন্মদিন শুরুর আগের দিন থেকে দেশের নানা প্রান্তের মানুষ তাঁদের মূল্যবান সময় বের করে আমাকে উইশ করছেন, এটা বেশ উপভোগ করছি।

প্রশ্ন :

‘১৯৯০ লাভ স্টোরি’ নাটকে ৯০ দশকের মেয়ের চরিত্রটি অনেকেই পছন্দ করেছেন। নাটকটির প্রশংসা করে এক ভক্ত প্রশ্ন করেছেন, এই ধরনের গল্পে কম দেখা যায় কেন?

এ ধরনের গল্পের চিত্রনাট্য কম আসে। কিন্তু আমি খুবই আগ্রহ নিয়ে এই কাজগুলো করতে চাই। যেমন এই চিত্রনাট্য হাতে পাওয়ার পর, ইউটিউবে সেই সময়ের নাটক দেখেছি। তাঁদের কথা বলার ধরন, বাচনভঙ্গি ও তাঁরা কী ধরনের পোশাক পরতেন, হাতে, পায়ে, কানে কী ধরনের সাজসজ্জা থাকত, সেগুলো দেখে নিজেই সংগ্রহ করেছিলাম।

শমী কায়সার, বিপাশা হায়াত আমার ভীষণ প্রিয়।
ফেসবুক

প্রশ্ন :

সেই সময়ের কোন অভিনয়শিল্পীর অভিনয় আপনাকে মুগ্ধ করে?

শমী কায়সার, বিপাশা হায়াত আমার ভীষণ প্রিয়। তা ছাড়া আরও অনেকের অভিনয় ভালো লাগে।

প্রশ্ন :

আপনার অভিনীত নাটকের কস্টিউমে আলাদা একটা ভ্যারিয়েশন আনার চেষ্টা করেন, এসব কস্টিউম কি নিজেই কেনেন?

বিশেষ প্রয়োজনে নিজেই নিউমার্কেটে গিয়ে কেনাকাটার চেষ্টা করি। মজার ঘটনা, ভক্তরা চেনার পরে পিছু ছাড়ে না। একটাই আবদার ছবি তুলবেন। পরে মাস্ক পরে বের হতাম। অনেকে দেখে চিনতে পারতেন। এখন বাধ্য হয়ে পুরো মুখ ঢেকে কেনাকাটা করতে যাই। তারপরও অনেকে চোখ দেখেই তাকিয়ে প্রশ্ন করে, আপনাকে সাফা কবিরের মতো লাগছে, আপনি কি সাফা কবির? তখন বাধ্য হয়েই মিথ্যা বলতে হয়। হ্যাঁ, আমি সাফা বললে মুখ থেকে ঘোমটা খুলে ছবি ওঠাতে হতো। তখন আসল কাজটাই হতো না। কিছু না কিনে ফিরে এসেছি এমন দিনও আছে।

সাফা কবির
ইনস্টাগ্রাম

প্রশ্ন :

পর্দায় সারাক্ষণ যাঁকে প্রেম করতে দেখা যায়, তিনি কি বাস্তবে প্রেম করেন?

আমার প্রেম করার মতো কোনো সঙ্গী নেই। আমি এখনো একাই আছি। প্রেম করছি না।

প্রশ্ন :

প্রেম বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে?

প্রেম, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। ভাগ্যে যেটা লেখা আছে, সেটাই হবে। আমার বিয়ে, প্রেম করেও হতে পারে আবার পরিবার থেকেও ছেলে পছন্দ করতে পারেন। বিয়ে নিয়ে আমি দুইটাতেই বিশ্বাসী।

সাফা কবির
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

ঈদের পর সম্প্রতি মুক্তি পেল ‘তুমি আরেকটি দিন থাকো’ নাটক। শুটিংয়ের ফেরার কী অবস্থা?

নাটকটি আমার পছন্দের একটি গল্প। দর্শকদের ভালো লাগবে। আর এখন সময়টা সুবিধার না। একদিকে করোনা অন্যদিকে ডেঙ্গু। থাকি পরিবারের সঙ্গে। এর মধ্যে একটু বুঝেশুনে কাজ করছি।

সাফা কবির
ইনস্টাগ্রাম