আমার গানজুড়েই আমি আছি: আতিকা ইয়ামিন

নিজের লেখা গানে নিজেই সুর বাঁধেন তরুণ সংগীতশিল্পী আতিকা ইয়ামিন। একক গানের বাইরে মুক্তির অপেক্ষায় থাকা একটি সিনেমায় প্লেব্যাক করেছেন। আট বছরের ক্যারিয়ারে সংগীতচর্চার পাশাপাশি ‘তীরন্দাজ’ সিরিজে অভিনয়ও করেছেন। তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’

আতিকা ইয়ামিন
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

স্বাধীন সংগীতশিল্পী হিসেবে পথচলাটা কেমন ছিল?

আতিকা ইয়ামিন: স্বাধীন সংগীতশিল্পী হিসেবে পথচলাটা খুবই কঠিন। আট বছরের ক্যারিয়ারে অনেক বড় কাজ করা হয়নি। কিন্তু নিজে যতটুকু পেরেছি করেছি। কমার্শিয়াল (বাণিজ্যিক) কাজ করে উপার্জনের বাধ্যবাধকতা ছিল না। ফলে আমি কী ধরনের গান গাইব, সেটা পছন্দ করার সুযোগ ছিল। আমার মৌলিক গানের প্রতি ঝোঁক ছিল।

প্রথম আলো:

স্পটিফাই, ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম আপনার পথচলাকে কতটা সহজ করেছে?

আতিকা ইয়ামিন: স্পটিফাই, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ছিল বলেই আমার পথচলাটা সহজ হয়েছে। রেকর্ড লেবেল আমাকে চেনে না। আমি নিজের লেখা গানে নিজেই সুর করি, গাই। সেসব গান স্পটিফাই ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করি। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি। ফলে বুঝি, কোন প্ল্যাটফর্মে আমার জন্য লাভজনক হবে। কোনো রেকর্ড লেবেলে না গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি। স্পটিফাই ও ইউটিউবে গানের স্বত্ব আমার থাকে। ডিজিটাল প্ল্যাটফর্ম আমার জন্য ম্যাজিকের মতো কাজ করেছে।

প্রথম আলো:

আপনি নিজে গান লেখেন, সুর করেন ও কণ্ঠ দেন। নিজের ভাব কথা ও সুরে প্রকাশের জন্য বিষয়টা কতটা সহযোগিতা করেছে?

আতিকা ইয়ামিন: সুর করা আমার কাছে প্রার্থনার মতো। একেকটা মানুষের জীবন একেকটা ছন্দ। আমি ছন্দে বাঁচি। সম্পর্ক, একাকিত্বের কথা গানে লিখেছি। আমার গানজুড়েই আমি আছি। গানের মাধ্যমে ভাবনাগুলোকে প্রকাশ করতে পারি। নিজে গুছিয়ে কথা বলতে পারি না। গানের মাধ্যমে প্রকাশ করি।

আতিকা ইয়ামিন
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

নিয়মিত একক গানের পাশাপাশি ওয়েব সিরিজ ‘দৌড়’-এর থিম সংও করেছেন। সিনেমার গানে কবে পাওয়া যাবে?

আতিকা ইয়ামিন: সামনে দুটি সিনেমায় গান করছি। সঙ্গে নিজেরও কিছু গান আছে। পাশাপাশি ভালো ভালো মিউজিশিয়ানের সঙ্গে গান করছি। একেকটা একেক প্ল্যাটফর্মে আসবে। সব মিলিয়ে পাঁচ-ছয়টার মতো গানের কাজ করছি।

প্রথম আলো:

আপনি অভিনয়ও করেছেন। গান ও অভিনয়ে কারা আপনাকে অনুপ্রাণিত করে?

আতিকা ইয়ামিন: উস্তাদ গুলাম আলীর গান আমার ভালো লাগে। জগজিৎ সিং, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গান শুনি। আমার প্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীন, দলছুট, অ্যাভয়েড রাফা। কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদারের গান শুনি। পাঁচ বছর বয়স থেকে শিখছি, সব ঘরানার গান শুনে বেড়ে উঠেছি। এলভিস প্রিসলি, গানস অ্যান্ড রোজেস, কোল্ড প্লে, ব্রুনো মার্স ভালো লাগে। অভিনয়ের মধ্যে চঞ্চল চৌধুরী আমাকে অনুপ্রাণিত করেছেন। অপি করিম ম্যামের অভিনয় ভালো লাগে। ভীষণ পছন্দ করি তাঁকে।

আতিকা ইয়ামিন
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা কোথায়?

আতিকা ইয়ামিন: ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা। আমার নানাবাড়ি পাবনা। পড়াশোনা ঢাকা আইডিয়াল স্কুল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

আরও পড়ুন