‘সব ভুলে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার জন্য চিন্তা করছি’

এসেছে পূজা চেরী অভিনীত ‘ব্ল্যাক মানি’–এর প্রথম ঝলক। এটি তাঁর প্রথম ওয়েব সিরিজ। রায়হান রাফী পরিচালিত এ সিরিজ আগামী ২ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে। নতুন এই সিরিজসহ নানা প্রসঙ্গে কথা হলো পূজা চেরীর সঙ্গে

পূজা চেরীছবি: ফেসবুক

প্রথম আলো :

‘ব্ল্যাক মানি’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন?


পূজা চেরী: যাঁরাই দেখেছেন, সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। সবাই বলেছেন, বেশ উপভোগ্য হয়েছে। আমার লুক, সবার অভিনয়ের প্রশংসা করেছে।

প্রথম আলো :

প্রথমবার ওয়েব সিরিজ। কেমন অভিজ্ঞতা হলো?

পূজা চেরী: সিনেমা, বিজ্ঞাপনচিত্রসহ সব মাধ্যমে কাজ করেছি। বাদ ছিল শুধু ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল। কিন্তু গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। এটা আমার প্রথম সিরিজ, ওয়েব সিরিজ করার আগ্রহ থেকেই এটির কাজ করা। সবচেয়ে বড় কথা, আমার নায়িকাজীবনের প্রথম সিনেমা ‘পোড়া মন টু’–এর পরিচালক রায়হান রাফী এই সিরিজের নির্মাতা। অনেক গুণী সব অভিনয়শিল্পী আছেন, তাঁদের সঙ্গে কাজ করে শিখতে পারব। এই শেখার লোভ থেকে কাজটি করা। শিখেছিও।

চিত্রনায়িকা পূজা চেরী
ছবি: ফেসবুক

প্রথম আলো :

সিরিজটি পূজার অভিনয়জীবনে নতুন কী যোগ করবে?

পূজা চেরী: ‘ব্ল্যাক মানি’ পূজার অভিনয়জীবনে নতুন কোনো কিছুই যোগ করবে না। ভালো একটি ওয়েব সিরিজ, ভালো একটি কাজ—এই শুধু। এর বাইরে আলাদাভাবে কিছু যোগ করবে না।

প্রথম আলো :

অনেক দিন ধরে আপনার নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর নেই...

পূজা চেরী: শিগগিরই নতুন ছবির খবর জানিয়ে দেওয়া হবে। এর আগে আমি কী করেছি, না করেছি—ওগুলো সব ভুলে গিয়ে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার জন্য চিন্তাভাবনা করছি। নতুনভাবে পূজা ফিরে আসুক, সেটাই চাইছি। ওই প্রস্তুতিটাই নিচ্ছি।

প্রথম আলো :

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ভাইরাল হয়। সেখানে বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠনের আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদকের জায়গায় আপনার নাম...

পূজা চেরী: আমিও দেখেছি। মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই গুজব নিয়ে কথা বলা জরুরি মনে করেছি। তাই কথা বলেছি। কেননা এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত নয়, যে রিউমার জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে। আমি আবারও বলে দিতে চাই, অভিনয় পেশার বাইরে আমি কোনো রাজনৈতিক বা এ ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত নই।

পূজা চেরী
ছবি: ফেসবুক

প্রথম আলো :

শাকিব খানের সঙ্গে এখন আপনাকে নিয়মিত বিভিন্ন ইভেন্টে দেখা যাচ্ছে

পূজা চেরী: এসব ইভেন্টে শুধু যে শাকিব ভাই আছেন, তা কিন্তু না। এসব ইভেন্টে আমি ছাড়া আরও অনেক শিল্পী থাকেন। তার চেয়ে বড় কথা, আমি যে ব্র্যান্ডের সঙ্গে জড়িত, যে প্রতিষ্ঠানের আমি শুভেচ্ছাদূত, সেই প্রতিষ্ঠানকে তো আমাকে প্রমোট করতে হবে। বিভিন্ন ইভেন্টে শাকিব ভাইয়ের সঙ্গে এ কারণে দেখা যায়। আরও যাঁরা শুভেচ্ছাদূত আছেন, তাঁরাও থাকেন। আর যেহেতু শাকিব ভাইয়া প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন, তাঁকে তো থাকতেই হয়।