এই নতুন চরিত্র আমার বাস্তব জীবনের পুরোপুরি বিপরীত: সাঞ্জু জন
আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে ‘সুলতানপুর’। এরই মধ্যে ছবিটির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সাঞ্জু জন। সিনেমায় অভিনয়, স্বপ্ন ও অন্যান্য বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন।
প্রশ্ন :
‘সুলতানপুর’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ছবিটি আপনার অভিনয়জীবনে কতটা আলো ছড়াবে বলে মনে করছেন?
আগামী জুন মাসের ২ তারিখে মুক্তি পাচ্ছে ‘সুলতানপুর’। এই সিনেমা আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। কারণ, চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর এই নতুন চরিত্র আমার বাস্তব জীবনের পুরোপুরি বিপরীত। এই নতুন ভূমিকায় অভিনয় করে বেশ ভালো লেগেছে। এই চরিত্রে অভিনয় করাটা যেহেতু চ্যালেঞ্জিং ছিল, তাই নতুন অনেক কিছু শেখার ছিল। আশা করছি, সবাই চরিত্রটাকে ভালোভাবে নেবেন।
প্রশ্ন :
একটা সময় তো মডেলিং করতেন। সিনেমায় অভিনয়ের শুরুটা কীভাবে হয়েছিল?
২০০৬ সালের শেষের দিক থেকে আমি মডেলিং শুরু করি। মডেলিং করতে করতে হঠাৎ ২০১১ সালের দিকে একটা চলচ্চিত্র প্রোডাকশন হাউস থেকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব আসে। তারা মূলত জয়েন ভেঞ্চার ফিল্ম নির্মাণ করত। ওই সময় তাদের ইন্ডিয়ান প্যাটার্নের বডি বিল্ডার টাইপ একটা হিরোর দরকার ছিল। তখন কাবিলা মামা (চলচ্চিত্র অভিনয়শিল্পী কাবিলা) আমাকে ফোন করে বলেন, ‘একটা সিনেমা হবে, ওই সিনেমার প্রোডাকশন হাউস আছে। ওখানে যা।’ পরে প্রযোজক আমাকে দেখে পছন্দ করেন এবং তাঁদের ছবিতে অভিনয়ের জন্য আমাকে নির্বাচন করেন। সিনেমার নাম ছিল ‘বাংলার পাগলু’। ২০১২ সালে সিনেমাটি মুক্তি পায়। এভাবেই সিনেমার অভিনয়ে আমার যাত্রা শুরু হয়।
প্রশ্ন :
এখন পর্যন্ত আপনার অভিনীত উল্লেখযোগ্য কাজ কী কী? মুক্তির অপেক্ষায় কী কী কাজ আছে?
এ পর্যন্ত আমার ১৮/১৯টি সিনেমায় অভিনয় করা হয়ে গেছে। আমার প্রথম চলচ্চিত্র ‘বাংলার পাগলু’। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘আমি তোমার হতে চাই’, ‘ঢাকা অ্যাটাক’, ‘লোকাল’। এর বাইরে ওয়েবফিল্ম ‘আলপিন’, ওয়েব সিরিজ ‘ফোন এক্স’ ও ‘ধোঁকা’। জুন মাসের ২ তারিখে ‘সুলতানপুর’ মুক্তি পাচ্ছে, এটা তো সবাই জানেন। এ ছাড়া সেন্সর ছাড়পত্র পেয়েছে বেশ কটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘বন্ধন’, ‘কুস্তিগির’, ‘যার নয়নে যারে লাগে ভালো’, ‘হৃদ মাঝারে তুমি’। খুব শিগগির মুক্তি পাবে ‘ইনফিনিটি সিজন টু’, ‘নেটওয়ার্ক’। আর নতুন কয়েকটি সিনেমা ও সিরিজে অভিনয়ের কথাও চলছে।
প্রশ্ন :
সিনেমা নিয়ে স্বপ্ন?
সিনেমা নিয়ে আমার স্বপ্ন অনেক। আন্তর্জাতিক মানের সিনেমায় কাজ করতে চাই। স্বপ্ন দেখি, আমাদের দেশের সিনেমাগুলো নিয়মিত দেশের বাইরে মুক্তি পাবে, আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। আমি নিজেকেও আন্তর্জাতিক মানের সিনেমায় দেখতে চাই।
প্রশ্ন :
অভিনয়ের ক্ষেত্রে নিজের কোনদিকটায় উন্নতি করতে চান?
যেহেতু আমি একজন শিল্পী, সেহেতু অভিনয় তো শেখার কোনো শেষ নেই। আমি আমার এই অভিনয়ের জায়গায় প্রতিদিন শিখছি, চেষ্টা করে যাচ্ছি আরও নতুন কিছু শেখার। চেষ্টা করব দিন দিন আমার অভিনয়কে যাতে আরও উন্নত করতে পারি।
প্রশ্ন :
অভিনয় নিয়ে আপনার স্বপ্ন?
অভিনয় নিয়ে আমার স্বপ্ন অনেক। ভবিষ্যতে নিজেকে ভালো মানের একজন অভিনেতা হিসেবে দেখতে চাই, যেন সবার মনে জায়গা করে নিতে পারি। আর এমন কিছু চরিত্রে অভিনয় করতে চাই যেন দর্শক একনামেই বলতে পারেন, সাঞ্জু জন এই চরিত্রে অভিনয় ভালোই করেছিল। প্রত্যেক শিল্পীরই এমন চাওয়া-পাওয়া থাকে।