‘দর্শক, পরিচালকেরা আমাকে রোমান্টিক কাজে চান’

ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকের মধ্যে শীর্ষে আছে মেঘবালিকা। জাকারিয়া সৌখিনের এ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। মুক্তির অপেক্ষায় থাকা আরও দুটি নাটকসহ নানা বিষয়ে কথা বলেছে ‘বিনোদন’

প্রথম আলো:

ঈদে কী দেখলেন?

নাজনীন নীহা:ঈদে অনেকগুলো নাটক দেখেছি। বেস্ট ফ্রেন্ড ২. o, তোমাদের গল্প, মন দিওয়ানা। তবে সিনেমা এখনো দেখা হয়নি। ঈদে বাইরে বের হওয়া হয়নি। বাসায় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। ঈদের সব কটি ছবি দেখার ইচ্ছা আছে।

প্রথম আলো:

ঈদে মুক্তি পাওয়া আপনার ‘মেঘবালিকা’ ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে...

নাজনীন নীহা: ঈদের এত ভালো ভালো নাটক মুক্তি পেয়েছে, এর মধ্যে দর্শক আমাদের কাজটা পছন্দ করছেন, এটা অবশ্যই আনন্দের ঘটনা। আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি। নাটকটা মুক্তির পর দর্শকের ভালোবাসায় আমরা আপ্লুত। দর্শকের ভালোবাসায় মনে হচ্ছে, কষ্টটা সার্থক হয়েছে। দর্শকের প্রতি কৃতজ্ঞতা। আমি ইন্ডাস্ট্রিতে নতুন। অপূর্ব ভাইয়া ও সৌখিন ভাইয়ার যথেষ্ট সাপোর্ট পেয়েছি। যতটুকু পেরেছি, ভালো করার চেষ্টা করেছি। এর আগে আমাদের মন দুয়ারী কাজটাও সাড়া ফেলেছিল। পরপর দুটি কাজ নিয়ে আলোচনা দেখছি।

নাজনীন নীহা
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

দর্শক হিসেবে নাটকটি আপনার কেমন লেগেছে?

নাজনীন নীহা: নাটকে পারিবারিক আবহ আছে, রোমান্স আছে। সবকিছু মিলিয়ে দর্শক হিসেবে নাটকটি আমার খুবই ভালো লেগেছে। পরিবারের সদস্যদের নিয়ে নাটকটি দেখেছি। তাঁদের কাছেও খুব ভালো লেগেছে।

প্রথম আলো:

আপনার বেশির ভাগ কাজই রোমান্টিক কেন?

নাজনীন নীহা: কারণ, আমার মনে হয়, দর্শক আমাকে রোমান্টিক কাজে পছন্দ করেন। পরিচালকেরা আমাকে রোমান্টিক কাজে চান। আমিও রোমান্টিক কাজে স্বচ্ছন্দ বোধ করি। অভিজ্ঞতা আরও বাড়ুক, আরও শিখি, তারপর ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করব।

প্রথম আলো:

শুধু নাটক করছেন কেন?

নাজনীন নীহা: এখন নাটক নিয়েই ভাবতে চাই। ভবিষ্যতে কিছু করলে সেটা সবাই জানতে পারবেন। এখন শুধু নাটক নিয়েই ভাবছি।

নাজনীন নীহা
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

সামনে কী কাজ করছেন?

নাজনীন নীহা: এই ঈদের আরও দুটি কাজ করেছি। মেঘের বৃষ্টি ও অ্যারেঞ্জ ম্যারেজ। নাটক দুটি এ সপ্তাহের মধ্যে আসবে।

প্রথম আলো:

ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কী?

নাজনীন নীহা: আমি এখনো পড়াশোনা করছি। পড়াশোনার বাইরে যতটুকু সময় পাচ্ছি, অভিনয়ে সময় দিচ্ছি। ভালো ভালো গল্পে কাজ করে যেতে চাই। এমন কোনো কাজ করতে চাই, যেটা ১০ বছর পর গিয়েও দর্শক মনে রাখবেন। অভিনয়টা ভালো করে শিখতে চাই।

আরও পড়ুন